রংপুর অফিস:
রংপুর ধর্মসভা মন্দির কার্যকরী কমিটির বার্ষিক সাধারন সভা শুক্রবার দুপুরে ধর্মসভা প্রাঙ্গনে মন্দির কমিটির সভাপতি বিপ্লব প্রসাদের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক পার্থ বোস এর পরিচালনায় অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন মন্দির কমিটির সহ সভাপতি অমুল্য চন্দ্র দাস, মাখন লাল দত্ত,দুলাল সরকার, সহ সাধারন সম্পাদক মানিক সরকার মানিক,অরুপ দত্ত, অর্থ সম্পাদক সনজিত দাস সাধু, সাংগঠনিক সম্পাদক খোকন সরকার,দপ্তর সম্পাদক পরিমল সরকার, প্রচার সম্পাদক সনাতন কর্মকার, সাংস্কৃতিক সম্পাদক কিরন সংকর সরকার এ সময় কার্যকরী কমিটির সদস্য দীপক কুমার সাহা, দেবাশীষ গুপ্ত বাবু লাল, ডা: গোপাল সরকার, সুখেন্দ লাল রায়, অজয় প্রসাদ বামন, গৌতম সরকার, মধাব সরকার, গোপাল তালুকদার, রবীন্দ্র নাথ দাস জিতু,বিধান চন্দ্র ঘোষ, প্রমথেষ দাস গুপ্ত মনা ও গৌতম বোস তপু প্রমুখ। বার্ষিক সভায় বক্তাগন রংপুর ধর্মসভা মন্দিরে উন্নয়ন বিষয়ে ব্যাপক সিদান্ত গৃহীত হয়।