রাণীশংকৈল (ঠাকুরগাও) থেকে সংবাদদাতাৎ॥ ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে আ’লীগের ইউনিয়ান পরিষদ নির্বাচনে মনোনয়ন প্রত্যাশী একাধিক প্রার্থীদের মধ্যে বাছাই ভোটের ব্যালট পেপার ছিনতাইয়ের অভিযোগ আরেক প্রার্থী আব্দুল বারী বিরুদ্বে অভিযোগটি ঐদিনেই জেলা আওয়ামীলীগ ও প্রেসক্লাব সহ বিভিন্ন জায়গায় প্রেরন করেন ৮নং নন্দুয়ার আ’লীগের সভাপতি চেয়ারম্যান আবু সুলতান । ইউনিয়ন নির্বাচনকে সামনে রেখে উপজেলার ৮টি ইউনিয়নে বাংলাদেশ আওয়ামীলীগের প্রার্থী বাছাই প্রক্রিয়া চলছে । এরই ধারাবাহিকতায় ২২ফ্রেবুয়ারী সন্ধ্যায় বলদানি (বলিদ্বারা) প্রাথমিক বিদ্যালয নন্দুয়ার ইউপি’র প্রার্থী নিধারন সভায় আয়োজন করেন ইউপি আ’লীগ । এতে উপস্থিত ছিলেন উপজেলা আ’লীগ সভাপতি সইদুল হক ,ভারপ্রাপ্ত সম্পাদক তাজউদ্দীন সহ নেতৃবৃন্দ । একাধিক প্রার্থী চেয়ারম্যান মনোনয়ন প্রত্যাশী থাকা সমাঝোতা না হওয়ায় উপজেলা আ’লীগের নেতৃবৃন্দ ৮নং নন্দুয়ার ইউনিয়নের ৬৫ সদস্য বিশিষ্ট কমিটির সদস্য ভোটার করে , মনোনয়ন প্রত্যাশী বর্তমান চেয়ারম্যান নন্দুয়ার ইউপি’র আ’লীগ সভাপতি আবু সুলতান ,যুবলীগ বারী , আ’লীগ নেতা দ্বীজেন্দ্রনাথ , বাবর আলী মোট ৪জন প্রার্থী মধ্যে ব্যালট পেপারের মাধ্যামে ভোট নেই । তারই উলে¬খ্য রয়েছে নিশ্চিত পরাজিত জেনে মনোনয়ন প্রত্যাশী আব্দূল বারী ভোট শেষে গননার সময় পৃর্ব পরিকল্পিত আচমকা ক্যাডারি স্টাইলে টেবিলের উপরে রাখা ব্যালট পেপারগুলি থাবা দিয়ে ধরে ছিড়ে টুকরো করে তাৎক্ষনিকভাবে স্কুলে চেয়ারটেবিল ভাংচুর করে থমতমে অবস্থা সৃষ্টি করে । এক পর্যায়ে নিজেকে চেয়ারম্যান আ’লীগের ব্যালট ভোটে বিজয় প্রার্থী হিসাবে ঘোষনা করে । ভুক্তভোগী মনোনয়ন প্রত্যাশী চেয়ারম্যান আবু সুলতান এই ঘটনাটির তীব্র নিন্দা জানিয়ে বলেন দীঘ দিন যাবত এই ইউপিতে আ’লীগের নেৃতৃত্ব দিচ্ছি আমি কখনোই হারবো না এটি সমস্ত ষড়যন্ত । তিনি বিষয়টির সঠিক সুরাহার জন্য জেলা আ’য়ামীলীগ ও কেন্দ্রীয় আওয়ামীলীগের নিকট আবেদন জানিয়েছেন বলে জানান ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন