mail.google

মো: মানিক হোসেন চিরিরবন্দর(দিনাজপুর) প্রতিনিধি: রানীবন্দর ব্র্যাক অফিসে গতকাল(মঙ্গলবার) ইফতার মাহাফিল অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্র্যাকের এলাকা ব্যাবস্থাপক দাবি মো: জুয়েল হক, শাখা ব্যাবস্থাপক জেসমিন আরা, উপজেলা ব্র্যাক হিসাব রক্ষক মো: আলতাফ হোসেন, কর্মসূচী সংগঠক মো: হাছানুর রহমান, সাংবাদিক দয়াল চন্দ্র রায়, মো: মানিক হোসেন, রানীরবন্দর ব্যবসায়ীক সমিতির দপ্তর সম্পাদক ও জনতা কম্পিটারের পো: মো: রবিউল আউয়াল, ও ব্র্যাকের বিভিন্ন কর্মসূচীর কর্মী সহ এলাকার গন্যমান্য ব্যাক্তি উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় মো: মনজুরুল আলম ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *