রাণীশংকৈল (ঠাকুরগাও) থেকে বিজয় রায় ঃ ঠাকুরগাঁয়ের রানীশংকৈল উপজেলা কৃষি অফিসের উদ্দেগে ১৭ জানুয়ারী খামার যান্ত্রিকী ৩টি পাওয়ার থ্রেসার কৃষকের মাঝে বিতরণ করা হয় । খামার যান্ত্রিকীকরনের মাধ্যামে ফসল উৎপাদন বৃদ্ধি প্রকল্প (২য় পযায় ) উন্নয়ন সহায়তার আওতায় কৃষি যন্ত্রপাতি বিতরন করেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহি কর্মকর্তা খন্দকার নাহিদ হাসান ,সঞ্জয় দেব নাথ , কৃষি সম্রসারন কর্মকর্তা , রাজিউর ইসলাম ,মোশারফ হোসেন বুলু কৃষকলীগ সভাপতি , প্রেস ক্লাব সভাপতি মোবারক আলী, সাংবাদিক আনোয়ার হোসেন জীবন , কৃষি অফিসের বিভিন্ন কর্মকতা গন উপস্থিত ছিলেন কৃষকরা হলেন আহসান হাবীব বনগাঁও , আকতারুজামান বাশঁবাড়ী , আঃ হাকিম লেহেম্বা বিতরন করেন ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন