রাণীশংকৈল ( ঠাকুরগাও ) থেকে বিজয় রায় ॥ ঃ ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলায় গতকাল বিকাল ৪ টায় ভান্ডারা সরকারী প্রাঃ স্কুল রুমে রানীশংকৈল পৌর বিএনপির ৭ নং ওয়ার্ন্ডে ত্রি-বার্ষিক কমিটি গঠনে ত্রিবার্ষিক পৌর বিএনপির ওয়ান্ড কামিটি গঠন করা হয়। এতে সভাপতি মোঃ হামিদুর রহমান ,সম্পাদক,মোঃ সামসুল হক ও সহ-সভাপতি আনোয়ার হোসেন ,মোঃ সাদেকুল ইসলামকে সাংগঠনিক সম্পাদক করে মোট ৩১ সদস্য বিশিষ্ট একটি রানীশংকৈল পৌর বিএনপির ৭নং ওয়ান্ড কমিটি করা হয় । আহবায়ক হামিদুর রহমান সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিএনপির সম্পাদক আতাউর রহমান ,পৌর বিএনপির সভাপতি প্রভাষক শাহাজান আলী ,আঃ মতিন পান্না বিশ্বাস , নুর আলম , খলিলুর রহমান , হযরত আলী,বকুল মজুমদার , মহসিন আলী ,লিয়াকত আলী , ঈমান হোসেন,সহআরো অনেকে,উপস্থিত ছিলেন সাংবাদিক আরজেএফ সভাপতি মোঃ আনোয়ার হোসেন জীবন ।