বিজয় রায় ,রাণীশংকৈল( ঠাকুরগাও) থেকে ঃ ঘনিয়ে আসছে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে ধর্মীয় উৎসব শ্বারদীয় দূর্গাপূজা। মন্ডপগুলোতে প্রতিমা তৈরির কাজ শেষ এখন চলছে রংতুলির কাজ। আয়োজকরা এবার প্রতিযোগিতায় নেমেছে কে, কত সুন্দর ভাবে সাজাতে পারে মা দূর্গা দেবিকে। এ জন্য আগষ্ঠ মাসে শুরু করেছে কলেজ পাড়া ও গোবিন্দ দূর্গা মন্ডপের গেট ও সাজ সজার কাজ । প্রায় ১০০ গজ লম্বা সম্বিলিত গেট, যার তৈরিতে খরচ প্রায় ২ লক্ষ টাকা। এবার দূর্গা পূজা সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি নিয়েছে আইনশৃংখলা বাহিনী।
এ প্রসঙ্গে পূজা উদযাপন কমিটির সভাপতি ডিগেন্দ্র নাথ রায় ও হাট খোলা মন্দির কমিটির সহ-সভাপতি সূল্যোক চন্দ্র বসাক বলেন, মন্ডপগুলোতে প্রতিমা তৈরির কাজ শেষ হয়েছে চলছে রংতুলির কাজ । মা দূর্গা মঙ্গলবার ঘোটকে (ঘোড়ায়) পৃথিবীতে মহালয়া (আগমন) করেন পূজো শেষে ঘোড়ায় গমন করবেন। আগামি ২৬ সেপ্টেম্বর থেকে শুরু হবে ৫১টি পূজা মন্ডবে দেবীর ষষ্ঠ্যাদি কল্পারম্ব পূজা ও সায়ংকালে দেবীর আমন্ত্রন ও অধিবাস। এ ব্যাপারে থানা অফিসার ইনচার্জ আব্দুল মান্নান বলেন, পূজা সম্পন্ন করতে আইনশৃংখলা রক্ষার্থে ঝুঁকিপূর্ণ ও অধিক ঝুঁকি পূর্ণ নির্ধারণ করা হয়েছে। আশা করি কোন অপ্রীতিকর ঘটনা ছাড়াই স্বারদীয় দূর্গা পূজা সম্পন্ন হবে। এদিকে উপজেলা নির্বাহি কর্মকর্তা খন্দকার মোঃ নাহিদ হাসান বলেন, স্বারদীয় দূর্গা পূজা সম্পন্ন করার লক্ষে বুধবার প্রস্তুতি মূলক সভা করা হবে। এ জন্য প্রতিটি ইউনিয়নে একজন করে তদারকি কর্মকর্তা নিয়োগ করা হবে।