এস, কে সাহেদ,লালমনিরহাট প্রতিনিধিঃ
“বিজয় নয়- অংশগ্রহণই ক্রীড়ার মুখ্য উদ্দেশ্য, “শিক্ষার্থীদের স্বপ্ন পূরণে আমরা প্রতিশ্রুতিবদ্ধ” এই প্রতিপাদ্যে লালমনিরহাটের সুনামধন্য বিদ্যাপীঠ বর্ডার গার্ড পাবলিক স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক ক্রীড়ানুষ্ঠান’২৩ এর পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৮ জানুয়ারি) প্রতিষ্ঠান প্রাঙ্গণে দিনব্যাপী বিভিন্ন ইভেন্ট’এ খেলা শেষে বিকাল সাড়ে ৩টায় পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
বর্ডার গার্ড পাবলিক স্কুল অ্যান্ড কলেজ লালমনিরহাটের সভাপতি ও রংপুর সেক্টরের সেক্টর কমান্ডার কর্ণেল মোঃ ইয়াছির জাহান হোসেন পিএসসি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরন করেন। সভাপতিত্ব করেন বর্ডার গার্ড পাবলিক স্কুল অ্যান্ড কলেজ লালমনিরহাটের সহ-সভাপতি ও লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)র অধিনায়ক লেঃ কর্ণেল মোফাজ্জল হোসেন আকন্দ পিএসসি।
আমন্ত্রিত বিশেষ অতিথি ছিলেন লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)র অধিনায়কের সহধর্মিণী মিসেস আফরোজা সুলতানা। এ সময় বর্ডার গার্ড পাবলিক স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ সেকেন্দার আলী সরকারসহ প্রতিষ্ঠানের অন্যান্য শিক্ষক-শিক্ষিকা, অভিভাবকবৃন্দ ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।