লালমনিরহাট প্রতিনিধিঃ
লালমনিরহাট পৌরসভার পূর্ব সাপটানা উচ্চ বিদ্যালয়ের এক স্কুল ছাত্রীকে গালিগালাজ করার ঘটনায় শিক্ষকের নামে থানায় দেয়া অভিযোগ প্রত্যাহার করে নিয়েছেন ওই শিক্ষিকার অভিভাবক রফিকুল ইসলাম রফিক।
সোমবার রাতে সদর থানায় বাদী -বিবাদীসহ উভয় পক্ষ উপস্থিত হয়ে ঘটনার আপোষ মিমাংসা করে অভিযোগটি প্রত্যাহার করে নেওয়া হয়।
এর আগে ওই বিদ্যালয়ের আইসিটি শিক্ষক ফেরদৌস আহমেদের নামে থানায় লিখিত অভিযোগ দেন একই বিদ্যালয়ের দশম শ্রেণীর এক শিক্ষার্থীর অভিভাবক।
তিনি অভিযোগে উল্লেখ করেন, গত বুধবার স্কুলের মধ্যাহ্ন বিরতির পরে আইসিটি শিক্ষক ফেরদৌস আহমেদ দশম শ্রেণীতে ক্লাস নিতে যান। এসময় রহিমা খাতুন (ছদ্মনাম) নামে এক ছাত্রীকে বোরখা পড়ে আসায় গালিগালাজ করেন। পরে ওই স্কুল ছাত্রী বাড়ি গিয়ে বিষয়টি অভিভাবককে জানালে তারা থানায় লিখিত অভিযোগ করেন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম সরওয়ার বলেন, ছাত্রীকে গালিগালাজ করার ঘটনায় অভিযোগ করায় অভিযুক্ত শিক্ষক ছাত্রীর বাড়ি গিয়ে অভিভাবকের কাছে দুঃখ প্রকাশ করেছে। এছাড়াও বিদ্যালয় ম্যানেজিং কমিটি জরুরি মিটিং করে ওই শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়েছে।
বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি শফিকুল ইসলাম বলেন, ওই শিক্ষকের বিরুদ্ধে প্রচলিত আইনে শীঘ্রই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।