লালমনিরহাট প্রতিনিধি :
লালমনিরহাট সদর উপজেলায় দ্বিতীয় দফা ইউপি নির্বাচনী ফলাফলকে কেন্দ্র করে গোকুন্ডা ও খুনিয়াগাছ ইউনিয়নে পুলিশের সঙ্গে বিভিন্ন প্রার্থীর কর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। বিক্ষুব্ধ কর্মীরা বিভিন্ন সড়ক অবরোধসহ ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছেন।
রোববার সন্ধ্যার পর থেকে মধ্যরাত পর্যন্ত সদর উপজেলার বিভিন্ন এলাকায় এসব সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন বলে জানা গেছে। স্থানীয় একটি সূত্র জানায়, সদর উপজেলার গোকুন্ডা ইউনিয়নে নির্বাচনী ফলাফলকে কেন্দ্র করে নৌকার প্রার্থী গোলাম মোস্তফা স্বপনের কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। এছাড়াও খুনিয়াগাছ ইউনিয়নে লাঙ্গল প্রার্থী জুলফিকার আলী বুলুর কর্মীরা পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ান।
প্রার্থীদের বিক্ষুব্ধ কর্মীরা সড়ক অবরোধ করে ভাঙচুর ও অগ্নিসংযোগ চালায় । এতে অন্তত ২০ জন আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জের পাশাপাশি টিয়ারশেল ও রাবার বুলেট চালায়।
এ বিষয়ে, লালমনিরহাট পুলিশ সুপার আবিদা সুলতানা ঢাকা সাংবাদিকদের বলেন, যারা শান্ত পরিস্থিতি নষ্ট করতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করছেন, তাদের আইনের আওতায় আনা হবে। এবং তাদের বিরুদ্ধে ব্যাবস্থা নেয়া হবে।