মোঃ জাহিদ আলী, নাটোর প্রতিনিধিঃ
আমরা শুক্রবারের জন্য অপেক্ষায় থাকি, কথা গুলো বলেছেন নাটোরের লালপুর উপজেলার ওয়ালিয়া গ্রামের ৫০০ জন গরীব অসহায় মানুষ। এক বেলা খেয়ে না খেয়ে দিন যায় আমাদের। প্রতিদিন যা ইনকাম করি সেই ইনকামে সংসার চলে না। তাই তো রুহুল ভাইয়ের অপেক্ষায় থাকি। কেননা প্রতি শুক্রবারে আমাদের নিয়ে সে অনেক আয়োজন করে থাকে। তার কাছ থেকে আমরা পোশাক, বিভিন্ন ধরনের খাবার ও নগদ অর্থ পেয়ে থাকি। শুক্রবার (২৩শ মার্চ) বি.এম মোবাইল হাউজ এন্ড ইলেকট্রনিক্স, বি.এম ইন্টারন্যাশনাল, বি.এম লেডিস কর্নার ব্যক্তি প্রতিষ্ঠানের আয়োজনে বি.এম ইন্টারন্যাশনালের লালপুরের ওয়ালিয়া বাজারের কেন্দ্রীয় অফিসে দুপুর ১২ টা ৪৫ মিনিটে ৫০০ জন গরীব অসহায় ও দুস্থদের মাঝে ৩ কেজি করে আটা (খাবার) বিতরন করেছেন ঐ প্রতিষ্ঠানের মালিক রুহুল আমিন নিজে। প্রতিষ্ঠানের পরিচালক মো. রুহুল আমীন রুবেল বলেন, গরীব অসহায়দের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। দেশ সমাজ এগিয়ে নিতে হলে আমাদের সকলের সম্মিলিত প্রয়াসে কাজ করে যেতে হবে। তাই সমাজের জাতি বর্ণ নির্বিশেষে সকল দরিদ্র মানুষের পাশে দাঁড়াতে হবে, তাদের জন্য কাজ করে যেতে হবে। তাহলে সমাজ হবে উন্নত, দেশ হবে সমৃদ্ধ। আমার ক্ষুদ্র প্রচেষ্টায় প্রতি শুক্রবার গরীব অসহায়দের মাঝে বিভিন্ন ধরনের খাবার, পোশাক, নগদ অর্থ এবং বিশেষ দিনগুলোতে একটু বড় আয়োজন করে থাকি। আমি চেষ্টা করি আমার আশপাশের মানুষগুলো যেন ক্ষুদার্থ না থাকে। তারা যেন বুঝতে না পারে তারা গরিব। তিনি আরও বলেন সবাই সম্মিলিত ভাবে এগিয়ে আসলে আর কোন গরীব দুঃখি থাকবে না

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন