এস এম আসাদুজ্জামান,ফুলবাড়ী (কুড়িগ্রাম)প্রতিনিধি ঃ
অধুনালুপ্ত দাসিয়ারছড়া ছিটমহলের রাস্তার রোপনকৃত তিন শতাধিক গাছ গুড়িয়ে ভেঙ্গে দিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনাটি ঘটেছে গত বুধবার রাতে দাসিয়ারছড়ার খড়িবাড়ী সড়কে । এ ঘটনায় ফুলবাড়ী থানায় অভিযোগ করেছেন উপজেলা বন বিভাগ অধিদপ্তর কর্মকর্তা।
উপজেলা বন কর্মকর্তা নবীর হোসেন জানান, সামাজিক বনায়নের উদ্যোগে দাসিয়ার ছড়া ছিটমহলের বিভিন্ন সড়কে ছয় হাজার বিভিন্ন প্রজাতির চারা গাছ রোপন করা হয়। নতুন মাটিতে গাছ গুলো লাগানোর ফলে অল্প সময়ের মধ্যে টকবগে হয়ে উঠেছে। দুর থেকে দেখতে খুবই দৃষ্টি নন্দন হয়ে শোভা পাচ্ছে রাস্তা’র দুই ধারে গাছ গুলো। কিন্তু এর মধ্যে সরকারটারী থেকে খড়িবাড়ী সড়কের প্রায় তিন শতাধিক বিভিন্ন প্রজাতীর গাছের আগাল ভেঙ্গে দিয়ে নষ্ট করা হয়েছে। বিষয়টি লিখিত ভাবে উপজেলা নিবার্হী অফিসারকে অবগত করা হলে তিনি অভিযোগ করার জন্য থানায় পাঠিয়ে দেন ।
এ ব্যাপারে ফুলবাড়ী থানার অফিসার্স ইনচার্জ (তদন্ত) আমিনুল ইসলাম জানান, অভিযোগ পাওয়ার পর তদন্ত করার জন্য ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে । তিনি ফিরে আসলে ক্ষয়ক্ষতির বিস্তারিত জানা যাবে ।