মোল্লা হারুন উর রশীদ

নিষ্পেষিত, অশনি, অবহেলিত এ কোন রুদ্ধ দ্বার!
কারা আসল!
কারা নকল!
দেখছি, শুনছি
কবে পাব অধিকার!

এক ভয়ানক
এক অশান্ত আঁধার!

সবখানে পিছাস
ঘুনে ধরা সমাজ!

বড় অবহেলিত মোরা
মনের মাঝে, নেই কোন উচ্ছ্বাস!

আমি হ্যামিলনের বাঁশিওয়ালা হতে চাই?
আমি সবকিছু ধ্বংস করতে চাই?

কই পেলাম?
পেলাম কই?
তোরা বল?
কেন এত অশান্ত নিঃশ্বাস!

শিয়াল মামা
লেজ কেটেছে
তাই বলে
সবাইকে কেন লেজ কাটতে হবে?
এ কেমন আভাস!

পাষাণ হৃদয়
সমাজে মোরা এমিবার মত!
আজ মোরা বড্ড ক্লান্ত!

সিন্ডিকেট, কালোবাজারি, দুর্বৃত্তের দুঃসাহস!
এরা পেল কোথায়?
আমি নির্বিকার!
আমি ঝঞ্ঝাট! আমি উচ্ছ্বাস!
আমাকে কেউ, দেয় না আশ্বাস!

বিশ্বাসের দর কষাকষিতে
আসল রা এখন ফেলছে দীর্ঘশ্বাস!

ওরা কাকেডাকে,
কি বুঝাতে চায়?
বিবেক আজি করে হাঁসফাঁস!

হে নবীন?
তোমরা অভিশপ্ত!
হে কিশোর?
তোমরা বিধ্বস্ত!
জেনে রাখো শত বছর পর
আসিবে বিশ্বাসের সত্য।
মোরা সকলেই অভিশপ্ত!

লালসালু উপন্যাসের মজিদের চরিত্র দেখেছো নিশ্চয়ই আমরা সে পথে হাঁটছি!

মিথ্যা কে মিথ্যা,
সত্যকে সত্য
বলতে আমরা ভয় পাচ্ছি!

কেন এত দুর্বিষহ জীবন!
কেন এত কষ্ট!
আমরা কেন?
নিজের কন্ঠকে
নিজেই টিপে ধরছি।

ঘরে সুখ নাই
বাহিরে সুখ নাই?
সুখ কোথায় গেল?

পলাশীর ময়দানে
যুদ্ধ করতে দেয়নি
হয়েছে ষড়যন্ত্র!
তবুও ইস্ট ইন্ডিয়া কোম্পানি হয়েছে লন্ডভন্ড!
আজ ঋতু পাল্টিয়েছে
পৃথিবী নামক গ্রহের হৃদয় হচ্ছে খন্ড খন্ড!
ইউক্র্যান রাশিয়ার যুদ্ধ
অংসং সুচির মিথ্যা বজ্র কন্ঠ!

সোনার দেশে
লাল সবুজের দেশে
রোহিঙ্গারা করছে লণ্ডভণ্ড!

পৃথিবী গ্রহ তো একটাই
আমি অন্য গ্রহে যেতে চাই?
কে আমাকে নেবে ভাই?
মোদের আর যাওয়ার তো কোন জায়গা নাই!

সম্পর্কে ভেজাল!
দ্রব্যমূল্যে ভেজাল!
প্রেমে ভেজাল!
রাস্তাঘাটে নির্মম কান্না!
আগে তো এরকম ছিল না!

সত্য যুগে, সত্যি কথাই বলতো মানুষ!
তাহলে মিথ্যা কেন হল?

হে বিধাতা!
তোমার পৃথিবী, তোমার কাছে নিয়ে নাও?
নইলে কেয়ামত দাও?
তা না হলে মানুষকে সরল পথ দেখাও!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *