এস, কে সাহেদ, লালমনিরহাট প্রতিনিধিঃ
জেলার কালীগঞ্জ উপজেলায় রান্না ঘর থেকে ছড়িয়প পড়া আগুনে ৪কৃষক পরিবারের ৬টি ঘরসহ জিনিসপত্র পুড়ে গেছে। আগুনে কৃষক মফিজুল, শফিকুল, রবিউল ও হামিদুল হকের সদ্য ঘরে তোলা গোলাভরা ধান, বাদাম, তামাক, ভুট্টা অন্যান্য জিনিষপত্রসহ প্রায় ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে।
মঙ্গলবার (০৬মে) সকাল ৮টায় উপজেলার কাকিনা ইউনিয়নের কবিবাড়ি এলাকায় এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
জানা যায়, রান্না ঘরের চুলার আগুন থেকে অসতর্কভাবে আগুন ছড়িয়ে পড়ে। পাশাপাশি বসবাস করা ওই ৪জন কৃষক পরিবারে ৬টি ঘরেই তাৎক্ষণিক আগুন লেগে যায়। আগুনে আসবাবপত্র, প্রয়োজনীয় কাগজপত্র, জিনিসপত্র, নগদ অর্থ, খাবারের জন্য মজুদ রাখা ধানসহ বাদাম, তামাক, ভুট্টা আগুনে পুড়ে গেছে। এতে প্রায় ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবী কৃষক পরিবারের।
খবর পেয়ে কালীগঞ্জ থানার ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনা স্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনায় পাশে থাকা অন্যান্য আরো ঘরবাড়ি গুলো রক্ষা পেয়েছ।
স্থানীয় ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে ক্ষতিগ্রস্থ পরিবারগুলোর মাঝে শুকনো খাবারসহ বস্ত্র বিতরণ করা হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার আব্দুল মান্নান বলেন, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সহযোগিতার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *