এস.এম.রকিঃ
উত্তরবঙ্গের সুনামধন্য ও মানসম্মত শিক্ষা প্রতিষ্ঠান আমেনা-বাকী রেসিডেন্সিয়াল মডেল স্কুল এন্ড কলেজ এর পাক্ষিক শিক্ষা, সাহিত্য ও বিনোদন অনুষ্ঠান শুভ উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় স্কুল প্রাঙ্গণে অনুষ্ঠিত অনুষ্ঠানের শুরুতে ক্লাস ভিত্তিক ইংরেজি বিতর্ক প্রতিযোগিতা হয়।

স্কুলের প্রতিষ্ঠাতা ও এবি ফাউন্ডেশনের চেয়ারম্যান ডাঃ আমজাদ হোসেন এর উপস্থিতিতে এসময় উপস্থিত ছিলেন রংপুর ক্যাডেট কলেজের সাবেক অধ্যক্ষ ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) আসাদুজ্জামান সোবহানী, চিরিরবন্দরের ইউএনও খালিদ হাসান, উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা তানভির হাসনাত, আমেনা-বাকী রেসিডেন্সিয়াল মডেল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ লেফটেন্যান্ট কর্নেল (অবঃ) শাহাবুদ্দিন আহমেদ, ইউনিভার্সিটি কলেজ অব লন্ডন এর এসোসিয়েট প্রফেসর ডঃবায়েজ আহমেদ, এবি ফাউন্ডেশনের সদস্য আজমাত হোসেন সৈকত, এবি ফাউন্ডেশনের চীফ কো-অর্ডিনেটর জয়ন্ত রায়, ডাঃ আমজাদ হোসেন পলিটেকনিক ইনস্টিটিউট এর অধ্যক্ষ ইন্জিঃ মোসলেম উদ্দিন, ডাঃ মশিউর রহমান, ডাঃআবু বকর, ইন্জিঃ সানাউল হক সহ অনেকেই।

অনুষ্ঠানে চিকিৎসা শাস্ত্রের জনক ইবনে সিনা ও বিজ্ঞানী আইজ্যাক নিউটন এর কর্মময় জীবনের তথ্য উপস্থাপন ও তাদের সম্পর্কে নতুন প্রজন্মকে জানার জন্য উপস্থিত শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করা হয়।

শেষে বিতর্ক প্রতিযোগিতায় বিজয়ী দল অষ্টম শ্রেণিকে ক্রেষ্ট উপহার দেওয়া হয়। শিক্ষার্থীদের প্রাণবন্ত বিতর্ক অতিথিদের মুগ্ধ করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *