সিদ্ধিরগঞ্জের আদমজীতে অবস্থিত র‌্যাব-১১ বাহিনীর একটি দল বিপুল পরিমান ভেজাল মবিল জব্দ ও ভ্রাম্যমান আদালত বসিয়ে ৪ জনকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড প্রদান ও অর্থ জরিমানা করা হয়েছে। নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ কামাল হোসেনের আদালত তাদের সাজা দেয়। মঙ্গলবারে জেলার আড়াইহাজার থানার কলাগাছিয়া এলাকার জনৈক রফিকুল ইসলামের মালিকানাধিন চাচা ভাতিজা এন্টারপ্রাইজ ও ছোট মোল্লারচর এলাকার সিদ্ধিকুর রহমানের মালিকানাধিন বেনামি কারখানায় অভিযান চালিয়ে র‌্যাব ৪ জনকে আটক ও মবিল জব্দ করে।
র‌্যাব জানায়, এ এসপি মোঃ আলমগীর হোসেনের নেতৃত্বে র‌্যাবের একটি দল আড়াইহাজার থানার কলাগাছিয়া ও মোল্লারচর এলাকায় ভেজাল মবিল তৈরির দু,টি কারখানায় অভিযান চালিয়ে ৪ জনকে গ্রেফতার করে। ধৃতরা হলো, কলাগাছিয়া এলাকার মোঃ মাসুদ মিয়ার ছেলে মোঃ রানা (২৪), মোল্লারচর গ্রামের মৃত কফিল উদ্দিনের ছেলে আবদুল জলিল (৫৫), বি-বাড়িয়া জেলার বাঞ্জারামপুর থানার বাহেরচর এলাকার মোঃ আবদুল খালেকের ছেলে সোহেল (২০) ও নরসিংদী জেলা সদরের চরদিঘমদী গ্রামের মুছু মিয়ার ছেলে রেজাউল করিম (১৭)। ওই দু,টি কারখানা থেকে ৪ হাজার ২‘শ লিটার ভেজাল মবিল, ৫৩ টি খালি ড্রাম, ৬‘শ লিটার ডিজেল, ২৩০ কেজি নষ্ট রাবার, ২২০ গ্রাম রেড এন্ড অরেঞ্জ পাউডার,১৬ টি হাফ ড্রাম,১টি নছিমন গাড়ি, ১ টি মোটরসাইকেল (ঢাকা মেট্রো ল-১৫-৫৬২৪), মবিল তৈরির কাজে ব্যবহৃত পাম্প, ছাকনী ও ২৫ টি গেলেন উদ্ধার করা হয়। পরে ভ্রাম্যমান আদালত ধৃত রানা ও সোহেলকে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড, ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো ১৫ দিনের জেল, আবদুল জলিলকে ৩ মাসের সাজা ও রেজাউলকে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে ১০ দিনের কারাদন্ড প্রদান করেন। তবে জরিমানার ২০ হাজার টাকা নগদ দিয়ে রেজাউল মুক্তি পায়। কারখানা দু,টি সিলগালা করে দিয়েছে আদালত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *