maya_horin_pic1

মৌলভীবাজার সংবাদদাতা ঃ মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার রাজকান্দি বনরেঞ্জ এলাকা থেকে লোকালয়ে বেরিয়ে আসা একটি মায়া হরিণ শাবক দুর্বৃত্তদের হাতে আহত হবার খবর পেয়ে বিজিবি সদস্যরা আহত হরিণ শাবককে উদ্ধার করে শ্রীমঙ্গলস্থ ৪৬ বিজিবি ব্যাটেলিয়ন সদর দপ্তরে সোপর্দ করেছে আজ ৭ সেপ্টেম্বর বুধবার ভোরে। পরে চিকিৎসা সেবা প্রদানের জন্য বিজিবির পক্ষ থেকে শ্রীমঙ্গলস্থ বণ্য প্রাণী সেবা ফাউন্ডেশনের কাছে হস্তান্তর করা হয়। ৪৬ বিজিবি ব্যাটেলিয়ন সদর দপ্তর সূত্রে জানা গেছে- আজ ভোরে কমলগঞ্জ উপজেলার কাঠালকান্দি বিজিবি সীমান্ত ফাঁড়ি থেকে দেড় কিলোমিটার দূরে ইসমাইল মিয়ার বাড়ির পাশে দুর্বৃত্তরা হরিণ শাবকটিকে ধরে এনে জবাই করার প্রস্তুতি নিচ্ছিল। খবর পেয়ে কাঠালকান্দি বিজিবি সীমান্ত ফাঁড়ির কমান্ডার মোঃ মালেক ও হাবিলদার বায়রন দ্রুত অভিযান চালালে দুর্বৃত্তরা পালিয়ে যায়। আহতবস্থায় হরিণ শাবকটি উদ্ধার করে শ্রীমঙ্গলস্থ বিজিবি ব্যাটেলিয়ন সদর দপ্তরে প্রেরণ করা হয়। হরিণটির গলায় এবং পায়ে আঘাতের চিহ্ন থাকায় চিকিৎসা সেবা প্রদানের জন্য শ্রীমঙ্গলস্থ বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের চেয়ারম্যান সিতেশ রঞ্জন দেব এর হাতে তুলে দেয়া হয়। ৪৬ বিজিবির পক্ষে ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর মাহমুদ প্রেস বিফ্রিং করে আহত হরিণ শাবকটিকে শ্রীমঙ্গলস্থ বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনে হস্তান্তর করেন। প্রেস বিফ্রিংকালে উপস্থিত ছিলেন সুবেদার মেজর আব্দুল আলিম, বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক সঞ্জিত দেব, সাংবাদিক বিকুল চক্রবর্তী ও ইমন দেব চৌধুরী। সিতেশ রঞ্জন দেব জানিয়েছেন- হরিণ শাবকটি সুস্থ্য হবার পর বিজিবি ও বন বিভাগের উপস্থিতিতে পুনরায় বনে অবমুক্ত করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *