নিজস্ব সংবাদদাতা।
গাজীপুর জেলার কালিয়াকৈর থানার বেগমপুর ইউনিয়নে বিবাদী কর্তৃক বাদীর পৈত্রিক সম্পত্তি দখল ও বাড়ি ঘর অবরুদ্ধ করে রাখার ঘটনা ঘটেছে।
বেগমপুর ইউনিয়নের মৃত কলিম উদ্দিনের পুত্র সামছুদ্দিনের পৈত্রিক সম্পত্তি দখল নিতে মরিয়া হয়ে ওঠে ঐ গ্রামের মৃত কলিম উদ্দিনের পুত্র রফিজ উদ্দিন (৭০) রফিজ উদ্দিনের পুত্র রাহাজ উদ্দিন (৪৫) আফাজ উদ্দিন (৫০) রনি ইসলাম (৩৫) আফাজ উদ্দিনের পুত্র সাব্বির হোসেন (২৮) শিহাব হোসেন (২২) ও রাহাজ উদ্দিনের পুত্র রাকিব (২৩) অটোরিক্সা চালক সামছুদ্দিনের পৈত্রিক সম্পত্তি ভোগ দখলে নেয়ার জন্য মরিয়া হয়ে ওঠে।
গত ১৬/০৪/২১ এপ্রিল বেআইনিভাবে সামছুদ্দিনের ভোগ দখলীয় সম্পত্তিতে অনাধিকার প্রবেশ করে গাছপালা কর্তন করেন।
বিবাদী ভূমিদস্যুগণ জাহাতে অসহায় অটোরিক্সা চালক সামছুদ্দিনের পৈত্রিক সম্পত্তি জোর পূর্বক দখল নিতে না পারে সে জন্য সামছুদ্দিন গাজীপুর অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আদালতে একটি মামলা দায়ের করেন।
যাহার মামলা নং ২৮৮/২০ ফৌঃ কাঃ বি মোতাবেক ১৪৫ ধারা জারি করে আদালত।
কিন্তু বিবাদীগণ বিজ্ঞ আদালতের রায় তোয়াক্কা না করে, জমি দখল নিতে মরিয়া হয়ে ওঠেন।
গত ২৫/০৭/২১ ইং তারিখ দুপুর আনুমানিক ১.৩০ ঘটিকায় বিবাদীগণ দেশিয় অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে, আদালতের রায় তোয়াক্কা না করে, নালিশী জমির গাছ কর্তন করে নিয়ে যায়।
গাছ কর্তনের পর বিবাদীগণ নালিশী জমিতে বাঁশ দিয়ে বেড়া দিয়ে বাদী সামছুদ্দিনের পরিবার কে অবরুদ্ধ করে রাখে।
পরিবার টির জীবিকার একমাত্র মাধ্যম অটোরিক্সা টি বাড়ি থেকে বাহির করতে পাচ্ছেন না।
এ বিষয়ে আজ সমবার গাজীপুর পুলিশ সুপার কার্যালয়ে একটি লিখিত অভিযোগ দায়ের করে প্রশাসনিক সহযোগিতা চেয়েছে অটোরিক্সা চালক ভুক্তভোগী সামছুদ্দিন।