হুমায়ুন কবির সূর্য, কুড়িগ্রাম প্রতিনিধি:
কুড়িগ্রামের উলিপুরে রেজিয়া বেগম (৫০) নামে এক গৃহবধূর মৃতদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার সকালে বাড়ীর উঠান থেকে তার মৃতদেহ পরে থাকতে দেখা যায়। পরে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে। নিহত গৃহবধু উপজেলার দুর্গাপুর ইউনিয়নের মাষানকুড়া গ্রামের নুর জামালের স্ত্রী।
এলাকাবাসী জানায়, নুর জামালের দুই স্ত্রী রয়েছে। তারা একত্রে বসবাস করে। প্রায়ই তাদের মধ্যে ঝগড়া-বিবাদ হয়। ঘটনার আগের দিন মঙ্গলবার (৩০ মে) রাতে দুজনের মধ্যে ঝগড়া হয়। পরদিন সকালে রেজিয়া বেগমের মরদেহ ঘরের বাইরে দেখতে পান প্রতিবেশীরা। ঘটনার পর থেকে আত্মগোপন করেছে স্বামী নুর জামাল। মৃত: রেজিয়ার বাড়ী কুড়িগ্রাম সদর উপজেলার মোগলবাসা ইউনিয়নে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে উলিপুর থানার অফিসার ইনচার্জ শেখ আশরাফুজ্জামান জানান, খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুড়িগ্রাম মর্গে প্রেরণ করা হয়েছে। তদন্ত চলছে। তদন্তের পর আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।