স্টাফ রিপোর্টারঃ
কুড়িগ্রামে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় ৩জন নিহত হয়েছে। এতে আহত হয়েছে আরো ৪জন। ২৪ ডিসেম্বর  শনিবার ভোর সাড়ে ৮টার দিকে শহরের ত্রিমোহনী বাজার এলাকায় উলিপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী অমর পরিবহন ঘনকুয়াশায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি মিশুক ও পথচারীদের চাপা দেয়। এসময় ঘটনাস্থলে মিশুক আরোহী আব্দুল হান্নান (৪৫) ও পথচারী বিপ্লব মিয়া (৪০) মারা যান। এতে আহত হণ আরো ৪জন। অপরদিকে ফুলবাড়ী উপজেলার গাবেরতল এলাকায় বালুবাহী ট্রাক্টর নিয়ন্ত্রণ হারিয়ে হেলপার শরিফুল ইসলাম (১৫) চাপা পরে মৃত্যুবরণ করে।
নিহত আব্দুল হান্নান কুড়িগ্রাম সদরের কাঁঠালবাড়ী ইউনিয়নের প্রতাপ গ্রামের মৃত: নজির হোসেনের ছেলে ও বিপ্লব মিয়া একই উপজেলার বেলগাছা ইউনিয়নের বাণিয়াপাড়া গ্রামের মৃত: মোহাম্মদ আলীর ছেলে। ফুলবাড়ীর শরিফুল ইসলাম শিমুলবাড়ী ইউনিয়নের সোনাইকাজী গ্রামের নুরজামাল হকের ছেলে।
এদিকে কুড়িগ্রামে নৈশকোচ দুর্ঘটনায় নিহত দুই পরিবারে ২০ হাজার টাকা করে ৪০ হাজার টাকা, শুকনো খাবার ও শীতবস্ত্র বিতরণ করেন জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফ।
পৃথক দুর্ঘটনায় নিহতদের বিষয়ে সত্যতা নিশ্চিত করেছেন কুড়িগ্রামের পুলিশ সুপার আল আসাদ মো. মাহফুজুল ইসলাম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *