বিশেষ প্রতিবেদকঃ
কুড়িগ্রামের ফুলবাড়ি উপজেলায় ধরলা নদীর উপর দ্বিতীয় গার্ডার সেতুটি আগামী ৩ জুন উদ্বোধন করা হবে। প্রধান মন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে সেতুটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন জেলা প্রশাসক মোছাঃ সুলতানা পারভীন বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে গত ২৮ এপ্রিল সর্বসাধারণের চলাচলের সুবিধার্থে সেতুটি সাময়িকভাবে খুলে দেয়া হয়েছিল। আগামী ৩ জুন প্রধান মন্ত্রী শেখ হাসিনা বিকাল ৩ টায় ভিডিও কনফারেন্সের সেতুটি খুলে দিলে কুড়িগ্রাম জেলার সঙ্গে ধরলা নদী দ্বারা বিচ্ছিন্ন তিনটি উপজেলার প্রায় ৮ লাখ মানুষের ভাগ্য পরিবর্তনে ব্যাপক ভুমিকা রাখবে। উল্লেখ্য এলজিইডির অধীনে দ্বিতীয় ধরলা সেতু ২০১২ সালের ২০ সেপ্টেম্বর প্রধান মন্ত্রী শেখ হাসিনা কুড়িগ্রামের ফুলবাড়ি উপজেলা ও লালমনিরহাট সদর উপজেলার মধ্যবর্তী কুলাঘাট নামক স্থানে সেতুটি নির্মাণের ঘোষনা দেন। ২০১৪ সালে সিমপ্লেক্স ও নাভানা কনস্ট্রাকশন গ্রুপের সঙ্গে চুক্তি সম্পাদিত হয়। এটি নির্মাণে এলজিইডি ১৩ একর জমি অধিগ্রহন করে। নির্মাণ ব্যয় হয়েছে ১৯১ কোটি ২৮ লাখ ৬৩ হাজার টাকা। ৯৫০ মিটার দীর্ঘ ও ৩২ মিটার চওড়া সেতুটিতে ১৯টি স্প্যান এবং ৯৫টি গার্ডার রয়েছে। এছাড়া সেতুটির পূর্ব-পশ্চিম অংশে ২ হাজার ৮৭২ মিটার এপ্রোচ সড়কের কাজও সম্পন্ন করা হয়। এছাড়া এই সেতুটি জেলার কৃষি ভিত্তিক মানুষের জীবনমান উন্নয়নে ব্যাপক ভুমিকা রাখবে । শুধু তাই নয় জেলার ভূরুঙ্গামারী,নাগেশ্বরী ও ফুলবাড়ি উপজেলার সঙ্গে ঢাকার দুরত্ব কমবে প্রায় ১০০ কিঃমিঃ। নির্মাণকারী প্রতিষ্ঠান সিমপ্লেক্স ও নাভানা কনস্ট্রাকশন গ্রুপ গত বছরের ডিসেম্বর মাসে সেতুটির কাজ সম্পন্ন করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *