কুড়িগ্রাম জেলা প্রতিনিধি ঃ

কুড়িগ্রামে ৮মার্চ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে জেলা একীভুত চক্ষুসেবা কর্মসূচির আওতায় বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা ও বিনামূল্যে চক্ষুসেবা ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।

কুড়িগ্রাম জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে ৮ মার্চ বুধবার সকালে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা ও বিনামূল্যে চক্ষুসেবা ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। সাইট সের্ভাসের অর্থায়নে উলিপুর মরিয়ম চক্ষু হাসপাতালের বাস্তবায়নে ৮মার্চ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন-মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক জেবুন নেছা, দুঃস্থ মহিলা সংস্থার সভানেত্রী মাহবুবা সুলতানা মিলা, মরিয়ম চক্ষু হাসপাতালের মেডিকেল অফিসার ডাঃ নাজমুল হাসান সিদ্দিক, প্রোগ্রাম কো-অর্ডিনেটর হাসিমুল হাসান, সহকারি প্রোগ্রাম কো-অর্ডিনেটর অরবিন্দু রায়, রিফ্রাকশনিস্ট প্রহেলিকা চৌধুরী, ওয়ার্ডবয় নাজমুল হাসান প্রমূখ। সাইট সের্ভাসের অর্থায়নে উলিপুর মরিয়ম চক্ষু হাসপাতালের বাস্তবায়নে ৮মার্চ আন্তর্জাতিক নারী দিবসের বিনামূল্যে চক্ষুসেবা ক্যাম্পে ১৫০জন চক্ষু রোগীর বিনামূল্যে চোখ পরীক্ষা, ১৫জন রোগীর বিনামূল্যে ছানি অপরেশনের জন্য ভর্তি, ৮০ জন চক্ষু রোগীর মাঝে বিনামূল্যে চশমা বিতরণ এবং ১৩৫জন চক্ষু রোগীর মাঝে বিনামূল্যে ঔষধ বিতরণ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *