কুড়িগ্রাম প্রতিনিধি ঃ
কুড়িগ্রাম সদর, পৌরসভা ,রাজারহাট ফুলবাড়ী সহ ২১টি ইউনিয়নে কুড়িগ্রাম –(২৬) কুড়িগ্রাম ২-আসনের এমপি আলহাজ পনির উদ্দীন আহম্মেদ এর নিজস্ব অর্থায়নে শীতার্ত হতদরিদ্র দুস্ত অসহায় মানুষের মাঝে ৭ হাজার কম্বল বিতরণ করা হয় এ সময় উপস্থিত থেকে শীতার্তদের ক¤¦ল বিতরন করেন এমপি পুত্র বিশিষ্ঠ শিল্পপতি হাফেজ আবু সুফিয়ান পাভেল,জাতীয় পার্টি রাজারহাট উপজেলা শাখার সদস্য সচিব ,আব্দুল ওয়াহেদ সরকার,ফুলবাড়ী উপজেলার জাতীয় পাটির সদস্য সচিব, আজিজার রহমান মাষ্টার,হলোখানা চেয়ারম্যান রেজাউল করিম রেজা, এমপি,র রাজনৈতিক সহকারী নুর আলম সিদ্দিক লাভলু, সাজু চৌধুরী সহ আরো অনেকে।