এস.এম.রকি,খানসামা (দিনাজপুর) প্রতিনিধি:পিছিয়ে পড়া ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সাঁওতাল পরিবারগুলোর জীবনমান উন্নয়নে দিনাজপুরের খানসামা উপজেলায় ক্ষুদ্র নৃগোষ্ঠীদের জন্য স্বপ্নের পাকা ঘর নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে।
 
বুধবার (১৭ (ফেব্রুয়ারী) সকালে উপজেলার দুহশুহ গ্রামের সাঁওতাল পল্লীতে দুহশুহ চৌধুরী পরিবারের দান কৃত ২৭শতক জমিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার ১০টি পাকা ঘর নির্মাণ কাজের ভার্চুয়ালী উদ্বোধন করেন অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আবুল হাসান মাহমুদ আলী,এমপি।
 
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, প্রধানমন্ত্রীর কার্যালয় হতে সমতলের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্পের আওতায় ২০২০-২০২১ অর্থ বছরের বরাদ্দ অনুযায়ী সবগুলো ঘর তৈরি করা হবে। প্রতিটি বাড়িতে দুটি সেমি-পাকা ঘর, রান্নাঘর, সংযুক্ত টয়লেট, ইউটিলিটি স্পেস ও বারান্দাসহ অন্যান্য সুবিধা রয়েছে।
 
এসময় উপস্থিত ছিলেন ইউএনও আহমেদ মাহবুব-উল-ইসলাম,বীর মুক্তিযোদ্ধা শামসুল আলম চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সফিউল আযম চৌধুরী লায়ন, খামারপাড়া ইউপি চেয়ারম্যান সাজেদুল হক সাজু, অবসরপ্রাপ্ত প্রভাষক নওয়াব চৌধুরী,উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাকারিয়া চৌধুরী,খামারপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) সাজ্জাদ হোসেন চৌধুরী,উপজেলা যুবলীগের সদস্য রেজাউল করিম,জমিদাতা দুহশুহ চৌধুরী পরিবারের সদস্যবৃন্দ,সাঁওতাল পরিবারের সদস্যগণ,উপজেলা আওয়ামী লীগ,যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীবৃন্দ।
 
উপজেলার প্রত্যন্ত অঞ্চলের ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সাঁওতাল পরিবারগুলো এমন পাকা বাড়ি পাওয়ার খবর শুনে আনন্দে অশ্রুসিক্ত।
 
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *