মোঃ নুরনবী ইসলাম, খানসামা (দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুরের খানসামা উপজেলায় সার ও কীটনাশকের দোকানে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৩ দোকানদারকে জরিমানা করা হয়েছে। এ অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ।

মঙ্গলবার ( ৬ সেপ্টেম্বর ) উপজেলার ভাবকি ইউনিয়নের কাচিনীয়া হাট ও মন্ডলের বাজারে এ অভিযান পরিচালনা করা হয়।

মেয়াদ উত্তীর্ণ কীটনাশক বিক্রি এবং মূল্য তালিকা প্রদর্শন না করার অপরাধে কাচিনীয়া হাটের মেসার্স নাইম ট্রেডার্সকে ৫ হাজার, মেসার্স কৃষক বন্ধু ট্রেডার্সকে ৩ হাজার ও মন্ডলের বাজারের মেসার্স তাসকিন ট্রেডার্সকে ১০ হাজার টাকা জরিমানা আদায় করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, দিনাজপুরের সহকারী পরিচালক মমতাজ বেগম। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত কৃষি কর্মকর্তা ইয়াসমিন আক্তার, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা অরুণ কুমার রায়।

উপজেলা কৃষি কর্মকর্তা বাসুদেব রায় বলেন, সরকার নির্ধারিত মূল্যে কৃষকদের সার ক্রয় ও বিক্রি নিশ্চিত করতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কাজ করে যাচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *