এস.এম.রকি,খানসামা (দিনাজপুর) প্রতিনিধিঃ
দিনাজপুরের খানসামা উপজেলা আওয়ামী লীগের নব-নির্বাচিত সভাপতি ও খানসামা ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সাইফুল ইসলাম ও পুনরায় নির্বাচিত সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান সফিউল আযম চৌধুরী লায়নকে সংবর্ধনা দেয়া হয়েছে।
রবিবার (১৬ অক্টোবর) দুপুরে খানসামা ডিগ্রী কলেজের শিক্ষক ও কর্মচারীদের আয়োজনে এই সংবর্ধনা প্রদান করা হয়।
খানসামা ডিগ্রী কলেজের জ্যেষ্ঠ প্রভাষক নবকান্ত শর্মার সভাপতিত্বে ও জ্যেষ্ঠ প্রভাষক রশিদুল ইসলামের সঞ্চালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারন্যান ও পুনরায় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সফিউল আযম চৌধুরী লায়ন এবং সভাপতি সাইফুল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন অত্র কলেজর শিক্ষক-কর্মচারী,শিক্ষার্থী ও সাংবাদিকরা।
উপজেলা আওয়ামী লীগের নতুন সভাপতি সাইফুল ইসলাম বলেন, সাবেক পররাষ্ট্র মন্ত্রী ও অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি আবুল হাসান মাহমুদ আলী এমপির মাধ্যমে জননেত্রী শেখ হাসিনার উন্নয়ন বাস্তবায়ন করার সঙ্গী হিসেবে কাজ করে যাচ্ছি। সেই ধারা ধরে রাখতে আগামী দিনেও শেখ হাসিনা ও নৌকার পক্ষে কাজ করতে আগামীদিনে ঐক্যবদ্ধ থেকে কাজ করব ইনশাআল্লাহ।