এশিয়ান বাংলা নিউজ

মারা গেছেন কিংবদন্তি সঙ্গীতশিল্পী লতা মঙ্গেশকর। রোববার (৬ ফেব্রুয়ারি) সকাল ৮টা ১২ মিনিটে মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। উপমহাদেশের এই সুর সম্রাজ্ঞীর মৃত্যুতে সর্বত্র নেমে এসেছে শোকের ছায়া।

বিশ্ব সঙ্গীতাঙ্গনসহ সঙ্গীতপ্রেমী সকলেই আজ শোকে মুহ্যমান। ইতোমধ্যেই তাঁর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

লতা মঙ্গেশকর প্রস্থানে শোকে স্তব্ধ পুরো বলিউড। পাশাপাশি বাংলাদেশের সঙ্গীত ও সাংস্কৃতিক অঙ্গনসহ সাধারণ মানুষও আজ শোকাহত। সামাজিক যোগাযোগসহ এশিয়ান বাংলা নিউজ পরিবারিএই গুনী সঙ্গীত শিল্পীর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন।

কিংবদন্তি সঙ্গীতশিল্পী কুমার শানু ফেইসবুকে লিখেছেন, ‘লতা দিদি মারা গেছেন শুনে আমরা গভীরভাবে শোকাহত! কোনো ভাষা নেই! তিনি আমার এবং সমস্ত গায়কদের জন্য মা সরস্বতী ছিলেন। তিনি মিউজিক ইন্ডাস্ট্রির জন্য একটি আশীর্বাদ ছিলেন। সৃষ্টিকর্তা তার আত্মাকে শান্তি প্রদান করুক। ওম শান্তি!’

বাংলাদেশের জনপ্রিয় সঙ্গীতশিল্পী বেল্লাল খান লিখেছেন, ‘কিংবদন্তির মৃত্যু নেই। তাঁরা অমর। নাইটেঙ্গেল অব ইন্ডিয়া লতা মুঙ্গেশকর আর নেই। তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করছি।’

শ্রদ্ধা ও ভালোবাসা জানিয়ে দেশের অপর জনপ্রিয় সঙ্গীতশিল্পী কনা লিখেছেন, ‘মৃত্যু চিরন্তন সত্য। লতা জী আপনি চলে গেছেন সত্যি, কিন্তু আপনার সুরের মূর্ছনায় আপনি অমর হয়ে থাকবেন আজীবন এই পৃথিবীর বুকে। আপনার জন্য আমার শ্রদ্ধা ও ভালোবাসা।’

অভিনেতা চঞ্চল চৌধুরী লিখেছেন, ‘বিদায় …. সুরের দেবী লতা মুঙ্গেশকর।’

টলিউডের অভিনেতা সোহম চক্রবর্তী লিখেছেন, ‘লতা মঙ্গেশকরের প্রয়াণে এক যুগের অবসান হলো। ভারতীয় সঙ্গীত জগৎ আজ এক অপূরণীয় ক্ষতির সম্মুখীন। আমরা যা হারালাম তার আঘাত আমায় স্তব্ধ করেছে, আমার পরম সৌভাগ্য যে, ছোটবেলাতে তার গাওয়া ২-৩ টি ছবির গানে আমি অংশ হতে পেরেছিলাম, তা আমার চির সম্পদ। মহামানবীকে জানাই চির প্রণাম।’

গভীর শ্রদ্ধাঞ্জলি জানিয়ে ঢালিউডের জাতীয় চলচ্চিত্র পুরস্কার নির্মাতা মুস্তাফিজুর রহমান মানিক লিখেছেন, ‘উপমহাদেশের কিংবদন্তী সঙ্গীতশিল্পী লতা মঙ্গেশকর আর নেই । ৯২ বছর বয়সে মুম্বাইয়ের একটি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এই মহান কীর্তিমানের বিদেহী আত্মার শান্তি কামনাসহ তাঁর বর্ণাঢ্য কর্মময় স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলি।’

অভিনেত্রী কাজী নওশাবা আহমেদ লিখেছেন, ‘অপারেরে ডাক এলো লতা জী, মরণ আপনাকে কেড়ে নিতে পারলো না! একজন শিল্পীর কি বিশাল মহাজাগতিক শক্তি! আহা কি এক সুন্দর জীবন আপনি আমাদের দিয়েছেন! সুরে ভরিয়ে দেওয়া জীবন! ধন্যবাদ আর কৃতজ্ঞতা।’

কোনাল বোস লিখেছেন, ‘কোটি কোটি যুগের অবসান হল আজ। এটা মেনে নিতে কষ্ট হচ্ছে, লতা মঙ্গেশকর আর আমাদের মাঝে নেই। দশকের পর দশক, প্রজন্মের পর প্রজন্ম যাঁর গান শুনে এসেছে, যে কন্ঠ তুলনাহীন, সেই বিরল প্রতিভার আজ জীবনাবসান হল। ৯২ বছর বয়সে আমাদের বিদায় জানালেন সুরসম্রাজ্ঞী। ভারত আজ তাঁর অন্যতম অমূল্য সম্পদ হারালো যেন। এই কিংবদন্তী গায়িকা দেশকে অনেক কিছু দিয়ে গেছেন। তিনি অন্তত চার প্রজন্মের গলায় গান গেয়েছেন। ওই কন্ঠ আর ফিরে আসবে না, কিন্তু “তেরি আওয়াজ হি পেহচান হ্যায়”…… পুজো শেষ হতেই চলে গেলেন সরস্বতী।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *