ফারহানা আক্তার,, জয়পুরহাট প্রতিনিধিঃ
জয়পুরহাটের পাঁচবিবির আওলাই ইউনিয়নে হরিপুর গ্রামের বান্ধবীর সঙ্গে দেখা করতে গিয়ে ধর্ষণের শিকার এক স্কুলছাত্রী, অভিযুক্ত কিশোরের সঙ্গে ওই কিশোরীর বন্ধুত্বের সম্পর্ক ছিল। শুক্রবার সন্ধ্যার দিকে বান্ধবির ফোন পেয়ে সিহাব তার সঙ্গে মেহেদি দিতে গিয়ে বাড়িতে একা পেয়ে ধর্ষণ করে বলে অভিযোগ উঠেছে৷
অভিযুক্ত সিহাব (১৭)গোড়না গ্রামের শহিদুল ইসলামের ছেলে,
কিশোর সিহাব ও তার বান্ধবি একই শ্রেনীতে পড়াশুনা সুবাদে তাদের মধ্যে বন্ধুত্ব সম্পর্ক গড়ে উঠে। এক পর্যায়ে গত শুক্রবার (২১এপ্রিল) চাঁদ রাতে আনুমানিক রাত ৯ টায় সময় সিহাব তার বান্ধবীকে মেহেদী দিতে যায়। একই ঘরে তাদের দেখতে পেয়ে অভিযুক্ত কিশোরকে আটক রাখে৷ এই নিয়ে দু’পক্ষের মধ্যে দেনদরবার চলে আপস-মীমাংসা না হওয়াই অভিযুক্ত সিহাবকে আসামি করে ধর্ষণ মামলা করা হয়৷
দায়িত্বশীল সূত্রে জানা যায় ভিকটিম সুমাইয়ার এক বছর পূর্বে৷একই গ্রামে পারিবারিক ভাবে বাল্য বিয়ে দেওয়া হয়৷ একই গ্রামের আলিমের ছেলে হাসানের সংঙ্গে৷ হাসান সিহাব সুমাইয়ারা এরা তিনজন একই শ্রেণিতে পড়াশুনা করেন৷ তারা এবার ২০২৩ সালে এসএসসি পরীক্ষার্থী৷
অভিযুক্ত সিহাবের পরিবারের দাবি, ছেলে আমার কাছে টাকা চাইলো আর বললো আমার বান্ধবি মেহেদি চাইছে দিতে যাবো আমার কাছ থেকে একশত টাকা নিয়ে ছেলে গেছে ৷ সুমাইয়া বিবাহিত একটা মহিলা তার পরিবার কৌশলে আমার ছেলেকে আটক দিয়ে টাকা-পয়সা চেয়েছিল, আমি না দেওয়াই ছেলের নামে ধর্ষণ মামলা দিয়েছে আমি এর সুষ্ঠু তদন্তপূর্বক বিচার চাই৷
পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল হক বলেন, এ ঘটনায় ভুক্তভোগী ওই কিশোরীর বাবা থানায় ধর্ষণের মামলা করলে পুলিশ অভিযুক্ত ওই কিশোরকে গ্রেপ্তার করে।