সোহেল রানা: কুমিল্লা প্রতিনিধি
কুমিল্লার চান্দিনায় অবৈধ ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলনের সময় ড্রেজার মেশিন ও উত্তোলন কাজে ব্যবহৃত সরঞ্জামাদি জব্দ করেছে উপজেলা প্রশাসন।

বুধবার (১১ আগস্ট) বিকাল ৪টার সময় উপজেলার মহিচাইল ইউনিয়নের পরচংগা এলাকার মুন্সিবাড়ি ও বড় বাড়ি ফসলি জমি থেকে বালি উত্তোলনের সময় ভ্রাম্যমান আদালতের অভিযান চালিয়ে ড্রেজার মেশিন ও উত্তোলন কাজে ব্যবহৃত ৩০০ মিটার পাইপ জব্দ করেন উপজেলা টিউনো অফিসার আফরোজা খানম, সহকারী (ভূমি) কমিশনার রাকিবুল ইসলাম। এসময় টের পেয়ে ড্রেজার মালিক আহসানুল্লাহ পালিয়ে যায়।

উপজেলা সহকারী (ভূমি) কমিশনার মোঃ রাকিবুল ইসলাম জানান, দীর্ঘদিন ধরে ভাসমান অবস্থায় ড্রেজার মেশিন বসিয়ে গভীর তলদেশ থেকে বালু উত্তোলন ও বিক্রি করে আসছে। এতে আশপাশের ফসলি জমিতে ভাঙন দেখা দেয়। এমন অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে ড্রেজার মেশিন ও উত্তোলন কাজে ব্যবহৃত সরঞ্জামাদি জব্দ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *