download (1)
মোহাম্মদ মানিক হোসেন, চিরিরবন্দর(দিনাজপুর) প্রতিনিধি:

আগামী ইউপি নির্বাচনে নশরতপুর ইউনিয়নে বিএনপি মনোনীত প্রার্থী বর্তমান চেয়ারম্যান নূরে আলম সিদ্দিকী (নয়ন) দলীয় নেতাকর্মীদের তেমন মূল্যায়ন না করা, কোনদিন ক্ষমতায় এলে নেতাদের দেখে নেয়ার হুমকি, অবজ্ঞাসহ নানাবিধ কারণে নেতাকর্মীরা তাকে সহজভাবে মেনে নিতে না পারায় অনেকটা বেকায়দায় রয়েছেন। তাকে জিততে হলে দলীয় নেতাকর্মীদের অভিমান ভাঙ্গাতে হবে। নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, দলীয় নেতাকর্মীরা প্রকাশ্যে তার বিরোধিতা না করলেও অনেকটা নাখোশ রয়েছেন। অপরদিকে আওয়ামীলীগ সাবেক চেয়ারম্যান নূর ইসলাম নুরুকে মনোনয়ন দেয়ায় দলের ভিতরে চরম কোন্দল দেখা দিয়েছে। দলীয় নেতাকর্মীরা তাকেও সহজভাবে মেনে নিতে পারেনি। তার অতীত কার্যকলাপে নেতাকর্মীসহ সাধারণ জনগনও অখুশী। তাছাড়া চেয়ারম্যান তাকায় নেতাকর্মীদের সুবিধা না দেয়া, তেমন উন্নয়ন কর্মকান্ড না করা, জামায়াত নেতা মকবুল মুন্সীর সংগে রক্ত সম্পর্কীয় আত্মীয়তার সুবাধে এলাকায় বেশ নাজুক অবস্থানে রয়েছেন। ইউনিয়নের সাধারন ভোটাররা বর্তামান ও সাবেক চেয়ারম্যানের অতীত কর্মকান্ড, এলাকার উন্নয়ন, মিশুক ব্যবহার, আপদ-বিপদে পাশে থাকাসহ সবকিছুর চুলচেরা বিশ্লেষন করছেন। সাধারন ভোটাররা বর্তমান চেয়ারম্যান নয়নের দিকে ঝুঁকছেন। ২০১৪ সালে দেশব্যাপী অবরোধের অংশ হিসেবে রানীরবন্দরে সংঘটিত ঘটনায় বিএনপি জামায়তের প্রায় সকলেই আসামী হওয়ায় এবং বাড়ীঘর ছেড়ে দীর্ঘদিন পালিয়ে আত্মগোপন করে থাকার জন্য সাবেক চেয়ারম্যান আওয়ামীলীগের মনোনীত প্রাথী নুর ইসলাম নুরুকে ও আওয়ামীলীগের নেতাকর্মীদের নেতাকর্মীদের দায়ী করছেন। এ কারনে আগামী নির্বাচনে বিএনপি প্রার্থীর জয়লাভের সম্ভাবনা বেশী। তবে সাধারন জনগন সিটি, পৌর নির্বাচনের মতো নির্বাচন প্রতিরোধ করবেন বলে জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *