চিলমারী উপজেলার চিলমারী ইউনিয়নের ৮নং ওয়ার্ডের আশ্রয়ন কেন্দ্র এলাকায় বানভাসি, অসহায় ও কর্মহীন ১২০ পরিবারের মাঝে উপজেলার চিলমারী ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের কড়াই বরিশাল আশ্রয় কেন্দ্রে পরিবারর মাঝে চাল, ডাল, সেমাই-চিনি, চিড়া, মুড়ি, সয়াবিন তেল, মোমবাতি, গ্যাস লাইট, স্যানিটারী নেপকিন, বাচ্চাদের বিভিন্ন ব্রান্ডের চকলেট ও বিস্কুট বিতরণ করেছে।
এসময় উপস্থিত ছিলেন, চিলমারী উপজেলা পরিষদ ভাইস-চেয়ারম্যান নুরুজ্জামান আজাদ জামান, ৩নং থানাহাট ইউনিয়ন আওয়ামী লীগের তথ্য ও প্রচার সম্পাদক- আবু বকর সিদ্দিক, নবনির্বাচিত ইউপি সদস্য এরশাদুল হক, চ্যানেল ৬৯ এর সম্মানিত চেয়ারম্যান মোঃ আলমগীর হোসাইন প্রমুখ।নৌকা করেই এই ত্রাণ বিতরণ কার্যক্রম সম্পন্ন করা হয়।
মহিলাদের জন্য স্যানিটারি ন্যাপকিন বিতরণ ও এর ব্যবহার সম্পর্কে সচেতনতামূলক তথ্য প্রদান ও পানি নেমে গেলে করনীয় বিষয়ে সকলকে সচেতন করা হয়।সংগঠনের পক্ষে সংগঠনটির লিড-ফিল্ড ইম্পিলিমেন্টেশন ও লোকাল এনগেজমেন্ট, জাহিদ কবির বলেনআমরা অতীতের ন্যায় এবারও এই দূর্যোগের সময়ও ত্রাণ সরবরাহ অব্যাহত রেখেছি।
এছাড়াও সংগঠনের কোফাউন্ডার এস এম শাহরিয়ার সিফাত ভবিষ্যতেও এমন কার্যক্রম নিয়ে এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।