কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রামের চিলমারীতে দুর্গম চরাঞ্চল চিলমারী ইউনিয়নের কড়াই বরিশাল নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের মঞ্জুরি আবেদনের প্রেক্ষিতে স্কুলটি পরিদর্শন করেছেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড দিনাজপুরের বিদ্যালয় পরিদর্শন টিম।
শনিবার ( ২২ অক্টোবর) দুপুরে বিদ্যালয়ের অবকাঠামোসহ সার্বিক বিষয় পরিদর্শন করেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড দিনাজপুর এর বিদ্যালয় পরিদর্শক মোঃ আবু হেনা মোস্তফা কামাল। এ সময় উপস্থিত ছিলেন, উপ-বিদ্যালয় পরিদর্শক মোঃ মাহমুদুর রহমান, সহকারী বিদ্যালয় পরিদর্শক মোঃ আবেদ আলী, সহকারী বিদ্যালয় পরিদর্শক শাহ মোঃ ফইজুল ইসলাম, চিলমারী ইউপি চেয়ারম্যান মোঃ আমিনুল ইসলাম, কড়াই বরিশাল নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সাদাকাত হোসেন প্রমুখ।
উল্লেখ্য গত প্রায় ২০ বছর থেকে বিদ্যালয়টি পাঠদান কার্যক্রম চালিয়ে আসলেও পাঠদানের অনুমতি ছাড়া কিছুই জুটেনি বিদ্যালয়টির ভাগ্যে। মঞ্জুরি আবেদনের প্রেক্ষিতে বিদ্যালয়টি পরিদর্শন করা হয়।