সিনিয়র ষ্টাফ রির্পোটারঃ
আজ বুধবার কুড়িগ্রামের চিলমারীতে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ চিলমারী উপজেলার শাখার উদ্যোগে সদ্য প্রয়াত উপজেলা পরিষদ চেয়ারম্যান মরহুম শওকত আলী সরকার বীর বিক্রমের স্মরণে স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
দুপুরে উপজেলা পরিষদ সভা কক্ষে এই স্মরণ সভা অনুষ্ঠিত হয়। সভায় অতিথি ছিলেন, সাবেক রাষ্ট্রদূত বীর মুক্তিযোদ্ধা আশরাফ উদ দৌলা তাজ। উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহবুবুর রহমানের সভাপতিত্বে স্মরণ সভায় সদ্য প্রয়াত একটানা পাঁচ বার নির্বাচিত উপজেলা চেয়ারম্যান মরহুম শওকত আলী সরকার বীর বিক্রমের শিক্ষা, মুক্তিযুদ্ধ,রাজনীতি ও সামাজিক নেতৃত্বের বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য রাখেন , মুক্তিযোদ্ধা সাংসদ কুড়িগ্রাম শাখার সাবেক কমান্ডার সিরাজুল ইসলাম টুকু, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ রাশেদুজ্জামান বাবু, থানাহাট ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মিলন, চিলমারী উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি অধ্যক্ষ মোঃ জাকির হোসেন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রেজাউল করিম লিচু, বিএনপি চিলমারী উপজেলা শাখার সভাপতি বীরমুক্তিযোদ্ধা মোঃ আব্দুল বারী সরকার,মুক্তিযোদ্ধা আব্দুর রহিম, লেখক ও গবেষক সহঃ অধ্যাপক নাজমুল হুদা পারভেজ, খালেদা শওকত প্রমূখ।