নাজমুল হুদা পারভেজ ঃ
কুড়িগ্রাম জেলার চিলমারী উপজেলরা সূর্য সন্তান , স্বাধীনতা যুদ্ধের বীরমুক্তিযোদ্ধা, পরপর পাঁচ বার নির্বাচিত চিলমারী উপজেলা পরিষদ চেয়ারম্যান, বাংলাদেশ আওয়ামী লীগ এর চিলমারী উপজেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা শওকত আলী সরকার বীর বিক্রম ২২আগষ্ট আনুমানিক ভোর ৫টায় বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া…………….রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৮ বৎসর। তিনি দীর্ঘদিন যাবৎ লিভারসহ শরীরের নানা জটিল রোগে ভুগছিলেন।তার বড় মেয়ে ড.সাইদা শওকত জেনি বিএসএমএমইউ-এর সহযোগী অধ্যাপক হিসেবে কর্মে নিযোজিত আছেন। দ্বিতীয় মেয়ে শামীম আরা শওকত বুয়েটের সহকারী অধ্যাপক।তৃতীয় মেয়ে ড. শবনম শওকত রণি সাপ্রো ডেন্টাল কলেজ এন্ড হসপিটালের সহকারী অধ্যাপক, চতুর্থ মেয়ে শাফিফা শওকত মনি রুয়েটের সাবেক প্রভাষক, বর্তমানে তিনি আমেরিকায় গ্রাজুয়েশন করছেন। তার বড় ছেলে সাইফুল্লাহ শওকত জীবন বুয়েট থেকে সদ্য এমএসসি পাশ করে বেড়িয়েছেন এবং ছোট ছেলে সাইদ শওকত সুজন পাওয়ার গ্রীড কোম্পানী অব বাংলাদেশ এর সহকারী প্রকৌশলী হিসেবে কর্মরত আছেন।
মরহুম শওকত আলী সরকার বীরবিক্রম মৃত্যুকালে স্ত্রী, ৬ সন্তান ও নাতী-নাতনী রেখে গেছেন। মরহুমের প্রথম নামাজে জানাজা ১০ঃ৩০ টায় বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মসজিদের সামনে রাষ্ট্রিয় মর্যাদায় অনুষ্ঠিত হয় । ২৩ আগষ্ট নিজ জন্মস্থান চিলমারীতে দ্বিতীয় নামাজে জানাযা শেষে চিলমারীতেই পারিবারীক কবর স্থানে মরহুমের দাফন করার কথা রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *