ঢাকা সংবাদদাতাঃ
জঙ্গিবাদ সমর্থনে কোন ভিডিও, ছবি, বার্তায় লাইক বা শেয়ার দিলে আইসিটি আইনে মামলা হবে বলে সতর্ক করেছে পুলিশ। ইতিমধ্যে বাংলাদেশে আরও জঙ্গি হামলার হুমকি দিয়ে আইএস ডিভিও প্রকাশ করেছে ইন্টারনেটে। জঙ্গি কর্মকান্ডের ওপর নজর রাখা মার্কিন গোয়েন্দা সংস্থা সাইট ইন্টেলিজেন্স গ্রুপ ওই ভিডিওর খবর দিয়েছে। ওই সব ভিডিও-ও এ সতর্কতার আওতায় আসবে। পুলিশ সদর দপ্তরের ডিআইজি (মিডিয়া) একেএম শহিদুর রহমান মিডিয়াকে বলেছেন, (আইএসের) ওই ভিডিও কেউ আপলোড করলে, কেউ শেয়ার করলে, সামাজিক মাধ্যমে এই ভিডিওতে লাইক দিলে বা এর পক্ষে কমেন্ট করলে, ওই ব্যক্তির বিরুদ্ধে তথ্য-প্রযুক্তি (আইসিটি) আইনে মামলা করা হবে। পাশপাশি এ বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ ইন্টারনেটে পর্যবেক্ষণ করা হচ্ছে। পরে শহিদুর রহমানের স্বাক্ষরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুক, টুইটার, ইউটিউবে আইএস কিংবা জঙ্গিবাদের সমর্থনে কোনো ধরনের ভিডিও, ছবি, কোনো বার্তা আপলোড, শেয়ার করলে কিংবা মন্তব্য করলে বা লাইক দিলে তা হবে আইনত দন্ডনীয় অপরাধ। ওই বার্তায় আরও বলা হয়েছে, এ ধরনের কাজ থেকে বিরত থাকার জন্য বাংলাদেশ পুলিশ সকলকে অনুরোধ জানাচ্ছে। গুলশানে হামলাকারীদের প্রশংসা করে বাংলাদেশে আরও জঙ্গি হামলার হুমকি দিয়ে আইএসএর ওই নতুন ভিডিও প্রকাশের খবর দিয়েছে মঙ্গলবার সাইট ইনটেলিজেন্স গ্রুপের ওয়েবসাইট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *