ফারহানা আক্তার,জয়পুরহাট প্রতিনিধি:
“সাবধানে গাড়ি চালান, জীবন ও সম্পদ বাঁচান”এই শ্লোগান নিয়ে
জয়পুরহাটে পেশজীবী গাড়িচালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৮ আগষ্ট)দুপুরে বিআরটিএ অফিসে প্রশিক্ষন কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য
দেন অতিরিক্ত পুলিশ সুপার ইশতিয়াক আলম।

এসময় আরও বক্তব্য দেন বিআরটিএ’র সহকারী পরিচালক মোহাম্মদ হারুন উর রশিদ, সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা: জুবাইর আল ফয়সাল, বিআরটিএ’র পরিদর্শক রাম কৃষ্ণ পোদ্দার ও মটর শ্রমিক ইউনিয়নের সহ সভাপতি আব্দুল ওয়াদুদ মোল্লা।

এসময় বক্তারা চালকদের উদ্দেশ্যে বলেন, ট্রাফিক সাইন সিগন্যাল রোড মেকিং সম্পর্কে ধারণা থাকতে হবে। সেই সাথে গাড়ি চালকদের স্বাস্থ্যবিধি পরিষ্কার পরিচ্ছন্নতা, সড়ক পরিবহনের আইন সম্পর্কে ধারণা, শব্দ দূষণ যানবাহনে ধূমপান ও মাদকাসক্তি এবং সিটবেল্ট ও মোবাইল ফোন ব্যবহারের বিধি নিষেধ সম্পর্কে আলোচনা করা হয়।

অন্যদিকে নিরাপদ সড়কের গুরুত্ব ও সড়ক দুর্ঘটনার কারণ প্রতিকার সম্পর্কেও আলোচনা ও ড্রাইভিং লাইসেন্স নবায়ন, গাড়ির ফিটনেস নবায়ন, রোড পারমিট নবায়ন, ইঞ্জিন পরিবর্তন সম্পর্কেও আলোচনা করা হয়।

প্রশিক্ষণ কর্মশালয় ২৫০ জন পেশাদার চালক অংশ নেয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *