ফারহানা আক্তার, জয়পুরহাট প্রতিনিধি ঃ
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় তিল চাষে আগ্রহ বাড়ছে প্রান্তিক কৃষকদের। কম খরচে বেশি লাভবান হওয়ায় দিনদিন এই চাষের সঙ্গে জড়িয়ে পড়ছে কৃষকেরা। উপজেলার বিভিন্ন এলাকায় পতিত জমি, রাস্তার পাশে, জমির আইলসহ বিভিন্নভাবে তিলের চাষাবাদ হচ্ছে। উপজলায় তিল চাষের সঠিক তথ্য কৃষি অফিসের জানা নেই। তবে, এবছর উপজেলায় প্রায় ২০/২২ হেক্টর জমিতে তিলের চাষাবাদ হচ্ছে বলে ধারণা করা হচ্ছে। কৃষকেরা জানান, প্রতি বিঘা তিল চাষে প্রায় ৩ থেকে ৪ হাজার টাকা খরচ হয়। প্রতি বিঘা জমি থেকে ৪ থেকে ৫ মন তিল পাওয়া যায়। আর বাজারে মান অনুযায়ী প্রতি মন তিল ৮ হাজার থেকে ১১ হাজার দরে বিক্রি হচ্ছে। এতে করে খরচের কয়েকগুণ বেশি লাভ হচ্ছে। উপজেলার দমদমা গ্রামের তিল চাষী আনিছুর রহমান বলেন, এবছর ৪ বিঘা জমিতে তিল চাষ করেছেন তিনি। তিল চাষে সার ও কীটনাশক তেমন লাগে না বললেই চলে। গরু-ছাগলে তিল তেমন একটা খায় না, তাই রক্ষণাবেক্ষণে খরচ হয় যত সামান্য। ধরঞ্জী গ্রামের তিল চাষী জাহাঙ্গীর আলম বলেন, আমি প্রায় এক বিঘা জমির আইলে তিল বুনেছি। মাঝে অন্যান্য সবজি রয়েছে। তিলের গাছ জমির বেড়া হিসাবে কাজ করে। একারনে ক্ষেতে গরু-
ছাগল প্রবেশ করতে পারে না।পাঁচবিবি উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. লুৎফর রহমান বলেন, তিলের বহুবিধ ব্যবহার থাকলেও ভোজ্য তেল হিসাবে কোলেস্টেরল মুক্ত উন্নত মানের তিলের তেল । সম্প্রতি উপজেলায় বিভিন্ন অঞ্চলে তিলের চাষ বৃদ্ধি পাচ্ছে। এ ব্যাপারে উপজেলা কৃষি বিভাগ কৃষকদেরকে সার্বিক পরামর্শ ও তিল চাসে উৎসাহিত করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *