আশানুর আশা,সিনিয়র স্টাফ রিপোর্টার

অরোরা আকাঙ্ক্ষা অরোরা আকাঙ্ক্ষা
জাতিসংঘের পরবর্তী মহাসচিব হতে নিজের প্রার্থিতা ঘোষণা করেছেন সংস্থাটিরই এক নারী কর্মী। বার্তা সংস্থা পিটিআইয়ের বরাতে এনডিটিভি অনলাইন এই তথ্য জানায়।

অরোরা আকাঙ্ক্ষা নামের ৩৪ বছর বয়সী এই নারী ভারতীয় বংশোদ্ভূত। তিনি বর্তমানে জাতিসংঘের উন্নয়ন কর্মসূচিতে (ইউএনডিপি) অডিট কো-অর্ডিনেটর হিসেবে কাজ করছেন।

অরোরা ইতিমধ্যে তাঁর প্রার্থিতার পক্ষে প্রচার কার্যক্রম শুরু করেছেন। নিজের প্রার্থিতার পক্ষে অনলাইনে আড়াই মিনিটের একটি প্রচারমূলক ভিডিও পোস্ট দিয়েছেন তিনি।

ভিডিওতে অরোরা বলেন, এ পর্যন্ত যাঁরা জাতিসংঘের মহাসচিব হয়েছেন, তাঁরা এই সংস্থাকে কৈফিয়তে আনতে ব্যর্থ হয়েছেন।

অরোরা বলেন, ৭৫ বছর ধরে জাতিসংঘ বিশ্বকে যে প্রতিশ্রুতি দিয়েছে, তা পূরণ করেনি সংস্থাটি। শরণার্থীদের রক্ষা করা যায়নি। মানবিক সহায়তা ছিল ন্যূনতম। প্রযুক্তি ও উদ্ভাবন প্রাধান্য পায়নি।

অরোরা বলেন, ‘আমরা এমন একটি জাতিসংঘ পাওয়ার যোগ্য, যা অগ্রগতিতে নেতৃত্ব দেয়। এ জন্যই তিনি জাতিসংঘের মহাসচিব পদে লড়তে যাচ্ছেন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *