mail-google

সতীর্থ বড়াল,ঝালকাঠি প্রতিনিধি:
ঝালকাঠি পাবলিক হরি সভা চত্তরে বাংলাদেশ হিন্দু ধর্মীয় কল্যান ট্রাষ্টের উদ্যোগে ধর্মীয় ও অসাম্প্রদায়িক পুরহিত-সেবাইতদের দক্ষতা বৃদ্ধি করণ শীর্ষক ৩দিন ব্যাপি প্রশিক্ষণ শেষ হয়েছে।
বৃহস্পতিবার বিকেল ৪ টায় সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আঞ্চলিক প্রশিক্ষক চম্পা সেন। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ হন্দিু ধর্মীয় কল্যান ট্রাষ্টের ট্রাষ্টী অধ্যক্ষ বিপুল বিহারী হালদার। বিশেষ অতিথি ছিলেন জিপি তপন কুমার রায় চৌধুরী ও পুজা উদ্যাপন কমিটির সদর উপজেলা কমিটির সম্পাদক দিলিপ কুমার হালদার। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সহকারী পরিচালক মন্দির ভিত্তিক ও গণশিক্ষা কার্যক্রমের দেবশীষ দাস বক্তব্য রাখেন। কর্মশালায় ৩০ জন সেবাইত ও পুরহিত অংশগ্রহন করেছে।
বাল্য বিবাহের কু-ফল, বাল্য বিবাহ বন্ধ করার উপায়, যৌতুক প্রথা প্রতিরোধ, নারী পুরুষের বৈসম্য দুর করনের উপায় এবং নারী নির্যাতন প্রতিরোধ আইনের উপরে প্রশিক্ষণ প্রদান করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *