ঝালকাঠি প্রতিনিধি :
ঝালকাঠি জেলা যুবউন্নয়নের প্রশিক্ষন অধিদপ্তরের উদ্যোগে তথ্য প্রযুক্তি নির্ভরতা বাড়ানো লক্ষ্যে যুবউন্নয়ন অধিদপ্তর কতৃক “কম্পিউটার প্রশিক্ষন” এর ধারাবাহিকতায় ঝালকাঠিতে কম্পিউটার প্রশিক্ষন ৪১তম ব্যাচে উত্তীর্ন প্রশিক্ষনার্থীদের মাঝে সনদ বিতরন ও ডেঙ্গু, মাদক, সন্ত্রাসবাদ প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে ও ঝালকাঠি যুবউন্নয়ন কার্যালয়ের সভাকক্ষে সনদ বিতরন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
বুধবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে জেলা যুব উন্নয়নের উপপরিচালক মিজানুর রহমানের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন অনুষ্ঠানে প্রধান অতিথি জেলা প্রশাসক মোঃ জোহর আলী, বিশেষ অতিথি অতিরিক্ত পুলিশ সুপার এম এম মাহমুদ হাসান, নলছিটি উপজেলা চেয়ারম্যান মোঃ সিদ্দিকুর রহমান, জেলা যুব উন্নয়নের ডেপুটি কো- অর্ডিনেটর আব্দুল্লাহ আল আমিন প্রমুখ। এ ছাড়াও সফল উদ্যোক্তাদের মধ্যে বক্তব্য রাখেন, মো. সাইফুল ইসলাম, সাবিনা ইয়াসমিন, আল আমিন প্রমূখ।
উক্ত অনুষ্ঠান শেষে প্রধান অতিথি ঝালকাঠি জেলা প্রশাসক মোঃ জোহর আলী ঝালকাঠি যুব উন্নয়ন অধিদপ্তর কতৃক কম্পিউটার প্রশিক্ষন ৪১তম ব্যাচের উত্তীর্ণ প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ পত্র বিতরন করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *