এইচ.এম ইমরান, ঝিনাইদহ থেকে :

ঝিনাইদহ সদর উপজেলার ডাকবাংলা বাজার এলাকায় বিদ্যুৎ¯পৃষ্ট হয়ে হোসেন আলী (১৮) নামে এক নিমার্ণ শ্রমিকের মৃত্যু হয়েছে। শনিবার সকাল সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। হোসেন আলী সদর উপজেলার ডাকবাংলা বাজার এলাকার মনোয়ার হোসেনের ছেলে। এ নিয়ে গত ৭ মাসে ঝিনাইদহ জেলায় বিদ্যুৎ¯পৃষ্ট হয়ে ৮ জনের মৃত্যু হলো।
ঝিনাইদহ সদর থানার ওসি হরেন্দ্রনাথ সরকার জানান, হোসেন আলী শনিবার স্থানীয় আব্দুল খালেকের নির্মাণাধীন ভবনে কাজ করছিলেন। এসময় সেখানে থাকা বৈদ্যুতিক তারে জড়িয়ে বিদ্যুস্পৃষ্ট হন তিনি।
এ অবস্থায় হোসেনকে উদ্ধার করে ডাকবাংলার একটি ক্লিনিকে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পুলিশ জানায়, অসাবধানতার কারণে জেলায় হরহামেশা বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মানুষের মৃত্যু হচ্ছে।
গত ২ জানুয়ারী হরিণাকুন্ডুর পারমথুরাপুর গ্রামে মিজানুর রহমান, ২৬ মার্চ কালীগঞ্জ উপজেলার খয়েরতলা গ্রামে মন্নু হোসেন, ১৪ এপ্রিল একই উপজেলার ফয়লা গ্রামের ছালেহা খাতুন, ২৩ জুলাই আরজ আলী, ২০ জুলাই সদরের হুদা বাকড়ী গ্রামের ফয়জার হোসেন ও ৯ আগষ্ট মহেশপুরের রেজাউল ইসলামসহ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৮ জনের মৃত্যু হয় ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *