ঠাকুরগাঁও প্রতিনিধি ॥
ভূমিহীন সমাবেশীকরণ ও স্থানীয় সম্পদে ভূমিহীনদের প্রবেশাধিকার বিষয়ে এক মতবিনিময় সভা মঙ্গলবার ঠাকুরগাঁও সদর উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত হয়।

কমিউনিটি ডেভেলপমেন্ট এসোসিয়েশন (সিডিএ) ঠাকুরগাঁওয়ের সহযোগিতায় উপজেলা জনসংগঠন সমন্বয় কমিটি আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান তৈমূর রহমান । বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) রাশেদূল হক প্রধান ও প্রেসক্লাব সভাপতি আবু তোরাব মানিক। জনসংগঠন সমন্বয় কমিটি’র সভাপ্রধান মোশারফ হোসেনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, সিডিএ’র আঞ্চলিক সমন্বয়কারি এমদাদুল হক, সংগঠনের নেতা জয়দেব বর্ম্মন, লুৎফর রহমান প্রমূখ।

বক্তাগন বলেন, ঠাকুরগাঁও সদর উপজেলায় পর্যাপ্ত স্থানীয় সম্পদ খাস জমি, জলমহাল থাকা সত্বেও দরিদ্র ভূমিহীন মানুষেরা তাদের অধিকার থেকে বঞ্চিত হয়ে আছে। বক্তাগন এব্যাপারে উপজেলা খাস জমি ব্যবস্থাপনা ও বন্দোবস্ত কমিটিকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য আহবান জানান।

সভায় স্থানীয় সরকারের প্রতিনিধি, সরকারকারী কর্মকর্তা, মিডিয়া প্রতিনিধি, এনজিও প্রতিনিধি, জনসংগঠনের প্রতিনিধি ও ভূমিহীন পরিবারের সদস্যগন উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *