ঝালকাঠি প্রতিনিধি :আসন্ন ঝালকাঠি জেলার নলছিটি উপজেলা পরিষদ নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন রোববার (২১ এপ্রিল) পর্যন্ত মোট ১৪ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন। দ্বিতীয় ধাপের নির্বাচনে আগামী ২১ মে উপজেলার ভোটারগন তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

চেয়ারম্যান পদে ৩ জন, ভাইস চেয়ারম্যান পদে ৬ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৫ জন রয়েছেন। উপজেলা নির্বাচন ও সহকারি রিটানিং অফিসার মো. মেজবা উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।

উপজেলা নির্বাচন অফিসসূত্রে জানা গেছে, উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও নলছিটি পৌরসভার সাবেক মেয়র বীর মুক্তিযোদ্ধা তছলিম উদ্দিন চৌধুরী, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান জিকে মোস্তাফিজুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. সালাউদ্দিন খান সেলিম। ভাইস চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. মফিজুর রহমান শাহিন, ঝালকাঠি জেলা পরিষদের সাবেক সদস্য জেএম. হাতেম, মো. মনিরুজ্জামান মনির, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক শরীফ মিজানুর রহমান লালন , মো. বদরুল আলম ও উপজেলা কৃষক লীগের সহসভাপতি মো.হানিফ হাওলাদার। মহিলা ভাইস চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছন-উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোর্শেদা বেগম, জাকিয়া খাতুন সিমা, দিলরুবা মাহমুদ, মোসা. নাছিমা আক্তার ও দপদপিয়া ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি সদস্য আয়েশা আক্তার ।

এদের মধ্যে মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী দিলরুবা মাহমুদ ছাড়া অন্য সবাই আওয়ামী লীগ দলীয় নেতা-কর্মী। তবে বিএনপি, জামায়াত বা অন্য কোনো দলের কেউ মনোনয়নপত্র জমা দেননি।
আগামী ২৩ শে এপ্রিল মঙ্গলবার মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হবে।প্রার্থিতা প্রত্যাহার শেষ।দিন ৩০শে এপ্রিল এবং প্রতিক বরাদ্দ দেওয়া হবে ২রা মে বৃহস্পতিবার।
আগামী ২১ মে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *