নাগেশ্বরী কুড়িগ্রাম প্রতিনিধি :
কুড়িগ্রামের নাগেশ্বরীতে দুধকুমর ফুলকুমর ধরলা ও ব্রহ্মপুত্র নদ-নদী তীরবর্তী চরাঞ্চলে পরিত্যাক্ত বালু চরে ভূট্টা চাষে সফলতা অর্জন করেছে হাজারো কৃষক। ভুট্রার বাম্পার ফলনে কৃষকের মুখে ফুটেছে হাসির ঝলক। পরিত্যাক্তা বালুচরে প্রথম ভূট্টার চাষাবাদে লাভবান কৃষক কৃষানী। পুরোদমে শুরু হয়েছে ভুট্রার কাটা মারি । এমন চোখ জুরানো দৃশ্য চোখে পড়ে পরিত্যাক্ত বালু চর গুলোতে। অন্যান্য ফসল চাষের চেয়ে ভূট্টা চাষে খরচ কম তাই তাদের আগ্রহটা বেশি। নদ-নদীর জেগে ওঠা পলিযুক্ত চরাঞ্চলে বিশেষ করে জনতা বিজ ভান্ডারে ভারত থেকে সংগ্রহ করা পাওয়ার ৪৪ কে ৫৫ হাইব্রিট জাতের ভুট্রা বীজ কৃষকরা ক্রয় করে ফসল ফলিয়ে লাভের মুখ দেখছে কৃষকরা। কম খরচে ভাল ফলন হওয়ায় প্রতিবারে ভুট্রা চাষাবাদ করবে বলে জানান ভুট্রা চাষিরা। কম খরচ ও অল্প পরিচর্যায় বেড়ে উঠা এ ফসলাদি বিঘা প্রতি ফলন হয়েছে ৪৫ মণের উপরে তাই বেশি করে চাষাবাদ করবে বলে জানান স্থানিয় কৃষকরা। ভাল ফলনের লক্ষ্যে বাহিরের দেশ থেকে বীজ সংগ্রহ করে বাংলাদেশের কৃষকের মাঝে তাদের সফলতার জন্য এ ভুট্রা বিজ সংগ্রহ করা হয়েছে বলে জানান জনতা বিজ ভান্ডারের পরিচালক ও ভুট্রা বীজ আমদানী কারক রুহুল আমিন। এবারে ফলন হয়েছে সারে বার মেট্রিকটন, কৃষকের মাঝে সার বীজ বিতরণ করা হয়েছে কৃষি অফিস থেকে যতেষ্ঠ চেষ্ঠা করা হবে এ উপজেলায় ভুট্রার চাষ বাড়ানোর জন্য এবং প্রয়োজনীয় পরার্মশ ও সহায়তা প্রদান করে আসা হচ্ছে বলে জানান নাগেশ্বরী উপজেলা কৃষি কর্মকতা কৃষিবীদ শাহরিয়ার হোসেন। মাঠ পর্যায়ে বিভিন্ন এলাকায় ভুট্রা চাষ পরির্দশন ও পরামর্শ দেয়া হচ্ছে তাছারা কম খরচে ভাল ফলন হওয়ায় কৃষকরা এখন ভুট্রাচাষে আগ্রহ বাড়াচ্ছে তারা লাভবান হবেন বলে জানান জেলা বীজ প্রত্যায়ন অফিসার শামসুজ্জামান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *