বিপুল রায়- কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রাম জেলা পুলিশের এক বিশেষ অভিযানে নাগেশ্বরী ভুরুঙ্গামারী এবং কচাকাটা থানার সীমান্ত সংলগ্ন নাগেশ্বরী থানাধীন রায়গঞ্জ ইউনিয়ন পরিষদের দুধকুমার নদীর তীরে দুর্গম চরাঞ্চলে মাদক ও জুয়াবিরোধী এক সাঁড়াশি অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালে ৮ জুয়ারী কে বিভিন্ন ধরনের জুয়ার সরঞ্জাম সহ গ্রেফতার করে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে ওই দুর্গম চরে প্রতিরাতে প্রায় ২০০ মাদক ও জুয়ার কারবারির এক মিলনমেলায় পরিণত হয়। এর বিরুদ্ধে কুড়িগ্রাম জেলা পুলিশ শক্ত অবস্থান নেয় এবং সুন্দর সমাজ বিনির্মাণে এবং আইনশৃঙ্খলা রক্ষার স্বার্থে উক্ত স্থানে এক সাঁড়াশি অভিযান পরিচালনা করে। এ সময় মাদক কারবারি এবং জুয়াড়িরা ধৃত আসামিদের পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেয়ার চেষ্টা করে কিন্তু পুলিশ সদস্যদের তাৎক্ষণিক প্রতিরোধে এবং তৎপরতায় তারা ব্যর্থ হয়। এ ঘটনায় নাগেশ্বরী থানায় একটি মামলা রুজু হয়েছে এবং ধৃত আসামিদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রুহুল আমীন বলেন, কুড়িগ্রামে আমরা প্রায় প্রতিদিনই প্রত্যন্ত অঞ্চলে জুয়ারুদের গ্রেফতার করছি। নানাভাবে মানুষকে সচেতন করছি। কুড়িগ্রাম জেলায় জুয়া নির্মূলে আমাদের এই অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে, আমরা সকলের সম্মিলিত সহযোগিতা প্রত্যাশা করি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *