mail.google

আকতার হোসেন ভুইয়া,নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা ॥ ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলা প্রশাসনের উদ্যোগে গতকাল বৃহস্পতিবার উপজেলা ইসলামিক ফাউন্ডেশনের সহযোগিতায় বাল্যবিবাহ মুক্ত উপজেলা বিনির্মাণের লক্ষ্যে“বাল্য বিবাহ প্রতিরোধ”বিষয়ক উপজেলার কাজী,ইমাম ও পুরোহিতদের সাথে দিনব্যাপী মতবিনিময় ও আলোচনা সভা উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্টিত হয়। উপজেলা নিবার্হী কর্মকর্তা চৌধুরী মোয়াজ্জম আহমদের সভাপতিত্বে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জেসমিন আরার পরিচালনায় কর্মশালায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এটিএম মনিরুজ্জামান সরকার। বিশেষ অতিথি ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সৈয়দা হামিদা লতিফ পান্না.অফিসার ইনচার্জ মোঃ আবদুল কাদের,অধ্যক্ষ মোঃ ইলিয়াছ মিয়া,প্রধান শিক্ষক আবদুর রহিম,প্রেসক্লাব সভাপতি সুজিত কুমার চক্রবর্তী,সহ-সভাপতি আকতার হোসেন ভুইয়া,ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার জুলহাস কাজী।সভায় বক্তব্য রাখেন কাজী আবু আহমেদ,কাজী আলাউদ্দিন আহমেদ,কাজী আবুল খায়ের,মাওলানা রহমত আলী প্রমূখ। মতবিনিময় সভায় নাসিরনগর উপজেলার ১৩টি ইউনিয়নের কাজী,ইমাম ও পুরোহিতগণ অংশগ্রহণ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *