শুভ শর্মা, পীরগঞ্জ ঠাকুরগাঁও::
ঠাকুরগাঁয়ের পীরগঞ্জে রংধনু শিশু সংগঠনের ক্ষুদ্র পরিক্রমায় ২ বিদ্যালয়ে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। ‘উজ্জবীত আগামী বিকশিত শিশুরা’ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে শিশুদের মেধা যাচাইকরণের লক্ষ্যে পীরগঞ্জের উপর কয়েকটি প্রশ্ন নিয়ে ২ পর্যায়ে কুইজ প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। ১ম পর্যায়ে অনুষ্ঠিত হয় সবুজ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। প্রতিযোগীতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের শপথ বাক্য পাঠ করানো হয় । উক্ত শপথ বাক্যে বলা হয় আমরা শিশু আমাদের মধ্যে কখনো রাগ, ঘৃণা, লজ্জা, ভয়, লোভ, অহংকার, হিংসা থাকবে না । ২য় পর্যায়ে সেনুয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে কুইজ প্রতিযোগীতা শেষে বিজয়ীদের মাঝে বোডর্, বক্স, খাতা, কলম স্কেল ও মানচিত্র ক্যালেন্ডার সহ বিভিন্ন পুরস্কার তুলে দেন উক্ত স্কুলের প্রধান শিক্ষক মো: জুলিয়াস জামান ও সহকারী শিক্ষক মো: মাজেদুর রহমান মাজেদ । উক্ত অনুষ্ঠানটি পরিচালনা করেন সংগঠনের সভাপতি শুভ শর্মা, বাধন, লিমন, রুমাকান্ত, অপু, সাগর, সজল প্রমুখ । রংধনুর এমন শিক্ষামূলক কাযক্রমকে স্বাগত জানিয়েছে সংগঠনের অন্যতম উপদেষ্টা অ্যাড: মো: আবু সায়েম ও সবুজ আহম্মেদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *