৩১ মার্চ ২০২০ কয়েকটি জাতীয় ও অনলাইন প্রত্রিকায় রাজীবপুরে মধ্যেরাতে ক্ষেতের পাকা গম লুট শিরোনামে প্রকাশিত সংবাদটি আমার দৃষ্টিগোচর হয়েছে। সংবাদগুলো তথ্য নির্ভর নয়, আমার ক্ষতি করার জন্য উদ্দেশ্যমুলকভাবে সাংবাদিকদের ভুল তথ্য দিয়ে ওই মিথ্যা সংবাদগুলো প্রকাশ করা হযেছে। কেননা আমাদের নিজ ভোগদখলীয় জমি থেকে দিনের বেলায গম কেটে নিয়েছি। আমাদের প্রতিপক্ষের সাথে জমি নিয়ে দীর্ঘদিন থেকে বিরোধ চলছে। এবং আমাদের বিরুদ্ধে থানায় মিথ্যা লিখিত অভিযোগ দিয়েছে। আমি প্রকাশিত মিথ্যা সংবাদগুলোর তীব্র প্রতিবাদ জানাচ্ছি।
মোছাঃ মনোয়ারা বেগম
রাজীবপুর কাচারীপাড়া
কুড়িগাম