এস.এম.রকি,খানসামা (দিনাজপুর) প্রতিনিধিঃ
প্রতারণার অভিযোগে দিনাজপুরের খানসামায় আইনুল হককে (৪৮) নামে এক কষ্টি পাথর ব্যবসায়ীকে দুই লক্ষ টাকাসহ আটক করেছে পুলিশ। আটক ঐ ব্যবসায়ী উপজেলার গোবিন্দপুর ভুল্লির ডাঙ্গা এলাকার মৃত সাহেদের ছেলে।
থানা পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকেলে উপজেলার আঙ্গারপাড়া ইউনিয়নের ভেজালের মোড় নামক এলাকায় প্রতারণার মাধ্যমে কষ্টিপাথর বিক্রি করার সময় ১ লক্ষ ৯১ হাজার টাকা সহ গ্রাম পুলিশ ও জনতার হাতে আটক হয়। পরে গ্রামে পুলিশ ৩নং আংগারপাড়া ইউনিয়ন পরিষদে নিয়ে আসে। পরে থানা পুলিশকে খবর দিলে তারা প্রতারক আইনুল হককে আটক করে। এই ঘটনায় আংগারপাড়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডের গ্রাম পুলিশ কাওছার আলী বাদী হয়ে আটক আইনুল হকসহ ৬ জনের নামে এবং ২-৩ জন অজ্ঞাতনামা আসামীর নামে খানসামা থানায় মামলা দায়ের করেন।
গ্রাম পুলিশকে ধন্যবাদ জানিয়ে ওসি শেখ কামাল হোসেন বলেন, সকলের সচেতনতায় অপরাধ মুক্ত হবে খানসামা উপজেলা। তিনি আরো বলেন, প্রতারক আইনুলকে প্রতারনার টাকাসহ নিয়মিত মামলায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে ও পলাতক আসামীদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।