সোহেল রানা: কুমিল্লা প্রতিনিধি:
কুমিল্লার দাউদকান্দি প্রশাসনকে তোয়াক্কা না করে ইলিয়টগঞ্জ দক্ষিণ ইউনিয়ন ও মালিগাও ইউনিয়ন মধ্যবর্তী এলাকায় অবৈধ ড্রেজার পরিচালনায় কামরুল ইসলাম নামে (৩০) বিগত দিন ধরে আনোয়াখলা গ্রামের ফসলি জমি থেকে অবৈধভাবে মাটি-বালি উত্তোলনের মহা উৎসব চালাচ্ছে। স্থানীয় একটি প্রভাবশালী মহল প্রতিদিন অবৈধভাবে বালি-মাটি উত্তোলনের কাজ চালিয়ে যাচ্ছে। উপজেলার মালিগাঁও ১৯ নং ইলিয়টগঞ্জ দক্ষিণ ইউনিয়নের আনোয়াখলা, নুরপুর ফসলি জমি থেকে প্রতিদিন প্রায় ১০ থেকে ১২টি ড্রেজার মেশিন দিয়ে বালি উত্তোলন করা হচ্ছে। এর ফলে আসন্ন বন্যা মৌসুমে হুমকির মুখে পড়তে যাচ্ছে ঐ গ্রামগুলির ফসলি জমি। সে সঙ্গে ধসে যাওয়ার আশঙ্কা রয়েছে আশপাশের নিরীহ কৃষকের ফসলি জমি। এলাকাবাসী সূত্র জানিয়েছে, ঐ গ্রামে পুলিশ প্রশাসনের অভিযান না থাকায় শাঁলিখা-আনোয়াখলা এলাকার কামরুল ইসলাম উক্ত গ্রামগুলির প্রভাবশালী ১০-১৫ জন ক্যাডার বাহিনী দিয়ে প্রভাব খাটিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করছে। এতে ফসলি জমি বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। বর্ষার মৌসুমে গোলাভরা আমন ধান তুলতে পারেন বলে জানিয়েছেন ফসলি জমির কৃষকেরা। কৃষকেরা জানান প্রভাবশালী মাটি ও বালু ব্যবসায়ীরা অনুরোধ সত্বেও বালু ও মাটি উত্তোলন অব্যাহত রেখেছেন। ভুক্তভোগীরা এ ব্যাপারে সরকারের সংশ্লিষ্ট বিভাগের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *