এস পি চক্রবর্তী
আমার কবিতার রাণী তুমি,
আমার ছন্দের মাধুরী তুমি,
আমার গানের কথা তুমি,
আমার সুরের আগুন তুমি,
তবু আমি আজো হতে পারিনি তোমার একটা স্বপ্ন!!
আমি হতে পারিনি তোমার মুখের একটু হাসি!!
তবু আমি আজো তোমাকে ভালোবাসি!
এখনো শুধু তোমাকে নিয়েই লেখি,,
আমার কবিতার প্রতিটা অক্ষরে তোমার বিচরণ,
ভুলতে পারিনি আজো তোমাকে,,
কি করে ভুলবো প্রথম ভালোবাসা যে তোমাকে দিয়েছিলাম!!
আমি যখন তোমার কথা ভাবি,,
তখন আমি উদাস হয়ে যাই,,
আমি কোথায় যেনো হারিয়ে যাই,
কিন্তু তখন ই মনে পড়ে যায়,
তুমি অন্যের ঘরণী!!
আমি মুখ থুবড়ে পড়ে যাই!!
ব্যাথায় হৃদয় আমার চিৎকার করে বলে—
প্রিয়তমা আমি আজো তোমাকে ভালোবাসি,,
শুধু তোমাকে ভালোবাসি!!!!